"ঠকবাজের দাম বেশি..." আইপিএলের মঞ্চে আবার দল পেল না সরফরাজ-পৃথ্বী, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২৬’এর নিলাম (IPL 2026 Auction)। আবুধাবির ঐতিহ্যবাহী ইতিহাদ এরিনায় বসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026) ২০২৬-এর মিনি নিলামের আসর। এই নিলামকে ঘিরে ইতিমধ্যেই বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ভারতীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে। কোটি টাকার দর হাঁকাহাঁকি, বড় সিদ্ধান্ত এবং চমকপ্রদ মুহূর্তের সাক্ষী হচ্ছে এই নিলামের মঞ্চ। প্রথমেই ব্যাটসম্যানদের নিয়ে শুরু হয় নিলাম।

নিলামের শুরুটা হয়েছিল অজি তারকা ব্যাটসম্যান জেক ফ্রেশার ম্যাগরুককে দিয়েই। তবে, কোনো দল পাননি তিনি। ডেভিড মিলার (David Miller) ২ কোটিতে দিল্লি ক্যাপিটালস দলে বিক্রি হয়েছেন। প্রথম স্লটে দল পেয়েছেন ক্যামেরন গ্রীন (Cameron Green)। যিনি ২৫.২০ কোটি টাকা পেয়েছেন এবারের আইপিএল নিলামে। তবে দল পাননি ভারতের দুই তরুণ তারকা সরফরাজ খান (Sarfaraz Khan) ও পৃথ্বী শ (Prithvi Shaw)। গতবার আইপিএল মেগা নিলামে দল পাননি দুজন। এবারেও মিনি নিলামে দল পেলেন না দুজনে।

দল পেলেন না সরফরাজ-পৃথ্বী

Ipl 2026
Prithvi Shaw and Sarfaraz Khan | Image: Twitter

সরফরাজ ২০২২ সালে শেষবার দিল্লি ক্যাপিটালস দলের অংশ হয়েছিলেন। তারপর থেকে তাকে আর আইপিএলে দল পেতে দেখতে পাওয়া যায়নি। শুধু তাই নয়, পৃথ্বী শকে (Prithvi Shaw) শেষবার ২০২৪ সালে দিল্লির হয়ে খেলতে দেখা গিয়েছিল। গত মৌসুমে তিনি দল পাননি এবারের আইপিএলেও এখনো পর্যন্ত দল পেতে দেখা গেল না দুই তারকা খেলোয়ারকে। দুজনেই ঘরোয়া ক্রিকেটে একাধিক রান বানিয়েছেন। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও দুর্দান্ত ছন্দে রয়েছেন দুজন। আজকে সকালে সরফরাজের ব্যাট থেকে এসেছে ৭৫ রানের ঝকঝকে একটি ইনিংস। অন্যদিকে শ’ অসাধারণ ছন্দে রয়েছেন তবুও তাদেরকে কিনতে কোনরকম আগ্রহ দেখাল না ফ্রাঞ্চাইজিগুলি।

নিলামের মঞ্চে দুই ভারতীয় তারকা খেলোয়াড় দল না পেলেও পরবর্তীতে সুযোগ রয়েছে তাদের কাছে দল পাওয়ার আসলে শুরুর দিকে প্রতিটি ফ্রাঞ্চাইজি একটি রক্ষণাত্মক মনোভাব নিয়ে এগিয়ে যেতে চায়। যে কারণে এই মুহূর্তের জন্য কোনো দলে জায়গা হলো না দুজনের। এক ভক্ত লিখেছেন, “ভারতের ট্যালেন্টের পিছনে এদের ছোটার কোনো ইচ্ছা নেই।” অন্য এক ভক্ত লিখেছেন, “বিদেশি কিনেই টাকা ওরাও।” আর এক ভক্তের দাবি, “দলে জায়গা পেতে ওদেরকে আর কি কি করতে হবে ?”

দেখেনিন টুইট

Read Also: IPL 2026 Mini Auction: ক্যামেরন গ্ৰিনের ওপর টাকার বৃষ্টি করল KKR, আইয়ারের রেকর্ড ভেঙে বাজিমাত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *