“দলে জায়গা পাকা…” দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান হাঁকালেন সঞ্জু স্যামসন, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছিলেন ভারতীয় দলের তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন (Sanju Samson)। বেশ লম্বা সময় ধরেই জাতীয় দলে খেলে আসছেন তিনি। যদিও ভারতীয় দলের প্রাক্তন অভিজ্ঞ খেলোয়াড়দের জন্য একাদশে সুযোগ পেতেন না সঞ্জু। তবে ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আবার একবার নিজের জাত চেনালেন। বরাবরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিং করতে পছন্দ করেন সঞ্জু। আজকের ম্যাচেও তিনি একটি বিধ্বংসী ইনিংস খেলেছেন। একদিকে ভারতীয় দলের বাকি ব্যাটসম্যানদের সমস্যার মুখে দেখা গিয়েছে তো অন্যদিকে প্রথম থেকেই মার মুখী ভূমিকায় ব্যাটিং করতে দেখা গিয়েছে সঞ্জুকে।

পরস্পর দুটি শতরান হাঁকালেন সঞ্জু স্যামসন

Sanju Samson
Sanju Samson | Image: Getty Images

বর্তমান সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দল দুর্দান্ত ছন্দে রয়েছে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর একটানা ভারতীয় দল একটানা দশটি ম্যাচে জয়লাভ করেছে। আজকের ম্যাচটি দুই দলের কাছে এই গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রথমে ব্যাটিং করতে এসে টিম ইন্ডিয়ার ওপেনার অভিষেক শর্মা আবার একবার ছন্দ হারিয়েছেন। আট বলে সাত রান বানিয়ে তিনি প্যাভেলিয়ানে। জিম্বাবুয়ের বিরুদ্ধে তার দ্বিতীয় ম্যাচে শতরান হাঁকানোর পর এখনো পর্যন্ত অভিষেকের ব্যাট থেকে কোন বড় ইনিংস দেখা যায়নি।

Read More: প্রোটিয়াদের বিরুদ্ধে ঝড় তুললেন সঞ্জু স্যামসন, ম্যাচ জিততে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ২০৩ !!

আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকার পেসার জিরল্ড কোর্টজের বলে লম্বা শট মারতে গিয়ে অভিষেক শর্মা হারিয়ে ফেলে নিজের উইকেট। প্রোটিয়াদের বিরুদ্ধে আজ সঞ্জু (Sanju Samson) মাত্র ৭টি চার এবং ১০টি ছক্কার বিনিময়ে ১০৭ রান বানিয়েছেন। মাঝের দিকে ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের সঙ্গে ৬৬ রানের পার্টনারশিপ গড়েন তিনি। অসাধারণ ইনিংস খেলে তিনি এনকাবায়োমজি পিটারের বলে আউট হয়ে যান। সঞ্জু আউট হওয়ার পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: Sanju Samson: “সঞ্জু মানেই ঝড়…” স্কোরবোর্ডে ২০২, ধুন্ধুমার ব্যাটিং করে নেটদুনিয়ায় নায়ক ভারতের উইকেটরক্ষক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *