অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম ওডিআই ম্যাচটি শুরু হয়েছে পার্থ স্টেডিয়ামে। রুদ্ধশ্বাসে লড়াইয়ে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছে ভারতীয় দলকে। তবে ভারতীয় দলের শুরুটা একেবারেই ভালো হয়নি। শুরু থেকেই লাগাতার উইকেট হারিয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা। ভারতীয় দলের চরম দুর্দশার পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ভারতীয় দল এই প্রথম বারের জন্য ওডিআই ফরম্যাটে অংশগ্রহণ করেছে। শুভমান গিলের নেতৃত্বে নতুন এক অভিযান শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের কথা বলতে গেলে, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে একাদশ তৈরি করেছে ভারতীয় দল। ভারতীয় দলের দুই কিংবদন্তি খেলোয়াড় এই শেষ বারের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নামছে।
ভারতীয় দলের পক্ষ থেকে শুরুতে ব্যাটিং করতে আসেন রোহিত শর্মা (Rohit Sharma) ও শুভমান গিল (Shubman Gill)। গত বারের বিশ্বকাপের আগে থেকে এই দুই তারকার ওপেনিং পার্টনারশিপে একাধিক জয় এসেছে টিম ইন্ডিয়ার। আজকেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে জায়গা হয়নি যশস্বী জয়সওয়াল। আসন্ন ২০২৭ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে স্কোয়াডে জায়গা পেয়েছেন রোহিত ও কোহলি দুজনেই। তবে আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে সম্পূর্ণরূপে ব্যার্থ হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
কামব্যাক ম্যাচে ব্যার্থ রোহিত শর্মা

আজকের ম্যাচের কথা বলতে গেলে, ওপেনিং করতে এসে রোহিতকে আগ্রাসী মেজাজেই ব্যাটিং করতে দেখতে পাওয়া গিয়েছে। শুরু থেকেই তিনি বাউন্ডারি হাঁকানোর উপর বেশি মনোযোগ দিয়েছিলেন। ১৪ বলে ১টি চারের বিনিনিয়ে ৮ রান বানিয়ে সমাপ্ত হয়েছে রোহিত শর্মার ব্যাটিং ইনিংস। প্রায় ৭ মাস বাদে ভারতীয় জাতীয় দলে ফিরেছেন রোহিত শর্মা। টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর রোহিতদের ভরসা কেবলমাত্র ওডিআই ফরম্যাট। তবে, আজ দীর্ঘদিন বাদে ভারতের জার্সিতে ফিরে ব্যার্থ রোহিত। রোহিত আউট হতেই সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়ে গিয়েছে।
এক ভক্ত লিখেছেন, “এভাবেই লোকের জায়গা নষ্ট করছে।” অন্য এক জনের দাবি, “না পারলে সরে দাঁড়াতে হয়।” আর এক ভক্ত লিখেছেন, “দলে থাকাটা ব্যার্থ।” অন্য এক ভক্ত লিখেছেন, “২০২৭ সালের বিশ্বকাপ আর খেলতে হবে না এমন পারফরম্যান্স নিয়ে।”