Fans react on team indian performance in wi-vs-ind-2nd odi

২০২৩ সালের ক্রিকেট বেশ জমেই উঠেছে। একেরপর এক টুর্নামেন্ট দর্শকদের উৎসাহী করে তুলছে। তবে, এবছর সবথেকে বড় টুর্নামেন্ট হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (WC 2023)। যার প্রস্তুতির জন্য আপাতত টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের (WI vs IND) বিরুদ্ধে ৩ টি ওডিআই ম্যাচের সিরিজ খেলছে। যেখানে প্রথম টেস্টে ভারতীয় দল দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে জয় সুনিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু গতকাল দেখা গেল আবার একটি পরাজয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬ উইকেটে পরাজিত হলো টিম ইন্ডিয়া।

গতকাল, টিম ইন্ডিয়ার হয়ে বিশ্রাম নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। লাগাতার ক্রিকেট খেলার পর ভারতীয় দলের দুই মহারথীকে বিশ্রাম দিলো টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। পাশাপাশি, গতকাল উইন্ডিজের (WI vs IND) বিরুদ্ধে নেতৃত্বের ভার তুলে দেওয়া হয় হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) উপর। গতকাল উইন্ডিজ অধিনায়ক শাই হোপ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে এসে ভারতীয় দলের ওপেনাররা ভালো সূচনা দেন। শুভমান গিল ৩৪, ইশান কিশান ৫৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর টিম ইন্ডিয়ার অবস্থা একেবারে বেহাল হয়ে পড়ে।

Read More: WI vs IND: “এই হার আমাদের নাড়িয়ে দিয়েছে..”, ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় ওয়ানডে হেরে বড় খোলসা হার্দিকের !!

হাল বেহাল টিম ইন্ডিয়ার

WI vs IND
WI vs IND | Image: Getty Images

দুজনে আউট হলেই, দলে ফিরে আসা সঞ্জু স্যামসন ৯ রান বানান , ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া বানান ৭। এছাড়া সূর্যকুমার যাদব ২৪, রবীন্দ্র জাদেজা ১০, অক্ষর প্যাটেল ১, শার্দুল ঠাকুর ১৬, কুলদীপ যাদব ৮, উমরান মালিক ০ এবং মুকেশ কুমার ৬ রান সংগ্রহ করেন যার ফলে, ভারতীয় দলের খেলোয়াড়রা ৪০.৫ ওভারে মাত্র ১৮১ রানে আল উইকেট হয়ে যায়। অন্যদিকে, ৩৬.৪ ওভারে প্রয়োজনীয় রান তুলে দেয়। গতকাল রোহিত ও বিরাটের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার অবস্থা দেখে হাল বেহাল হয়। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চলছে ট্রোলের ঝড়।

দেখেনিন টুইট

Read Also: WI vs IND: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচেই পদস্খলন ভারতের, বিরাট-রোহিতকে ছাড়া হারতে হল ৬ উইকেটে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *