World Cup 2023: "এত দিন কেন খেলাও নি রোহিত ?" শামির দুরন্ত কামব্যাক দেখে নেট মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

বেশ জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023)। এই বিশ্বকাপে শীর্ষস্থানে রয়েছে নিউজিল্যান্ড ও দ্বিতীয় স্থানে বিরাজমান রয়েছে ভারতীয় দল। দুই দলের মধ্যে আজ এক হাই ভোল্টেজ ম্যাচের সাক্ষী থাকবে ক্রিকেট বিশ্ব। দুই দল হিমাচল প্রদেশের এইচপিসিএ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। আজকের ম্যাচে টস জেতেন ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাটিং করতে এসে খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন ডেভন কনওয়ে।

খেলার অষ্টম ওভারে ক্যাপ্টেন রোহিত মোহাম্মদ শামিকে (Mohammed Shami) বোলিং করতে পাঠান এবং ওভারের প্রথম বলেই উইল ইয়ংকে প্যাভিলিয়নে ফেরান শামি। তার এই দুরন্ত বোলিংয়ের পর সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠেছে। আসলে এবারের বিশ্বকাপে (World Cup 2023) ভারত ৪ টি ম্যাচ খেললেও শামিকে একটি ম্যাচেও যায়নি দেখা, তবে সবশেষে আজ শামির নাম উঠে আসে খাতায় এবং আজকের ম্যাচের প্রথম বলেই উইকেট নিয়ে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং শামি। তবে সেখানেই থেমে থাকেননি। এ দিন ধর্মশালায় ৫টি উইকেট তুলে নেন তিনি। তাকে এতদিন রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখাটা কতটা ভুল ছিল তা পাঁচজন কিউয়ি ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি।

দেখে নিন টুইট

https:/twitter.com.com/SanskariSaumyat/status/1716019429740601768?s=20

Read More: World Cup 2023: “বিরাট ছাড়া কেউ হতেই পারেনা…” কিং কোহলিকে নিয়ে বড় বয়ান দিলেন জনপ্রিয় ইউটিউবার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *