IND vs SA: ফাইনালে হার নিশ্চিত এই দলের, ‘পানোতি’ দিয়েছে সাথ !! 1

IND vs SA: সেমিফাইনালের মঞ্চে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ২০২৪’এর ফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। চলতি বিশ্বকাপে ভারতীয় দলকে দুর্দান্ত ছন্দে দেখাচ্ছে। দলের ব্যাটসম্যান ও বোলাররা গুরুত্বপূর্ণ প্রদর্শন বজায় রেখেছেন। ২০০৭, ২০১৪ সালের পর এবার ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া বিশ্বকাপ ফাইনালের মঞ্চে কোয়ালিফাই করলো। আয়ারল্যান্ড, পাকিস্তান, আমেরিকা যুক্তরাষ্ট্র, আফগানিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারিয়ে ভারতীয় দল বিশ্বকাপ ফাইনালে উত্তীর্ণ হয়েছে। আর বিশ্বকাপ ফাইনালে ওঠার পর ভক্তদের মধ্যে তৈরি হয়েছে প্রশ্ন।

‘পানোতি’ সাথ দিয়েছে দক্ষিণ আফ্রিকার

Prafulla Billore, ind vs sa
Prafulla Billore | Image: Twitter

প্রসঙ্গত, টিম ইন্ডিয়া গত ১১ বছর ধরে ট্রফি জিততে সম্পূর্ণরূপে ব্যার্থ হচ্ছে। নক আউট পর্যায়ে টিম ইন্ডিয়াকে পরাস্ত হয়ে বিদায় নিতে হচ্ছে। তবে ভক্তরা নতুন এক চমকে নিশ্চিত হয়েছে যে এবারের বিশ্বকাপ টিম ইন্ডিয়াই জিততে চলেছে। প্রসঙ্গত, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি বড় ম্যাচের আগে, এমবিএ চা’ওয়ালা ওরফে প্রফুল্ল বিল্লোর তার সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ফাইনালে দক্ষিণ আফ্রিকা দলকে বেশ সমর্থন করছেন। তিনি ভক্তদের কাছে ‘পানোতি’ নামে পরিচিত। আসলে, তিনি যাকে সমর্থন করেন তার সাথে সর্বদাই খারাপ হয়ে থাকে। ঠিক একবার তিনি ‘গৌতম আদানি’-র সঙ্গে একটি ফটো তুলে সমাজ মাধ্যমে শেয়ার করেছিলেন এবং তার দুদিন পরেই কোটিকোটি টাকার লোকসান হয় আদানির। এরপর ক্রিকেটেও যতবার তিনি ভারতীয় দলকে সমর্থন করেছেন ততবার ভারতীয় দলের ক্ষতি হয়েছে।

তবে এই বিশ্বকাপে, প্রফুল্ল সোশ্যাল মিডিয়াতে টিম ইন্ডিয়ার বিপরীত দলকে সমর্থন করছেন। দেখা গিয়েছে প্রফুল্লের সমর্থিত দলকেই পরাস্ত করছে টিম ইন্ডিয়া। সেমিফাইনালের সময়ও তেমনই ঘটতে দেখা গিয়েছে, প্রফুল্ল বিল্লোর ইংল্যান্ডকে সমর্থ করেছিলেন মেগা সেমি-ফাইনালে। আর ভারতীয় দল ইংল্যান্ডকে ৬৮ রানে পরাস্ত করে ফাইনালে পৌঁছে গিয়েছে। এমনকি আগামীকাল হতে যাওয়া ভারত ও দক্ষিণ আফ্রিকার (IND vs SA) ফাইনাল ম্যাচে প্রফুল্ল বিল্লোর দক্ষিণ আফ্রিকাকে সমর্থন করে তার সোশ্যাল মিডিয়ায় একটি মিম শেয়ার করেছেন। এরপর থেকে ভারতীয় ভক্তদের বেশ ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছে।

দেখেনিন টুইট

Read Also : IND vs SA: ভাগ্য খুললো রিংকু সিংয়ের, ফাইনাল দলে এন্ট্রি দিলেন রোহিত শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *