"লজ্জা লাগা দরকার..." ইনস্টাগ্রামে হাসিন জাহানের রিল প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে হলেন ট্রোল !! 1

Hasin Jahan: ক্রিকেট বিশ্বের অন্যতম বড় সুপারস্টার হলেন মোহাম্মদ শামি (Mohammed Shami)। বিশ্বকাপে তিনি যেভাবে প্রদর্শন দেখিয়েছিলেন তা নজর কেড়ে নিয়েছে নেটিজেনদের। ভারতীয় দলের মুখ্য পেসার মোহাম্মদ শামি চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে দলের বাইরেই রয়েছেন। চোটের কারণে দল থেকে ছিটকে যেতে হয়েছে শামিকে। যদিও বর্তমানে বেশ দারুন ছন্দে রয়েছেন তিনি এমনকি ভারতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে মাত্র ৭ ম্যাচে মোট ২৪ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারিও হয়ে উঠেছিলেন। নিজের প্রদর্শন ঠিক রাখলেও ব্যাক্তিগত জীবনে বেশ সমস্যার মধ্যে রয়েছেন শামি।

ব্যাক্তিগত জীবনে সমস্যায় রয়েছেন মোহাম্মদ শামি

Mohammed shami and hasin jahan
Mohammed Shami and Hasin Jahan | Image: Twitter

২০১৪ সালে হাসিন জাহানকে বিয়ে করেন শামি। যদিও শামির প্রথম বিয়ে হলেও হাসিনের এটা দ্বিতীয় বিয়ে ছিল। দুজনের মধ্যে সম্পর্ক ঠিক থাকলেও ২০১৮ সালে বদলে যায় সবকিছুই। ২০১৮ সাল থেকেই শামির পিছনে পরে রয়েছেন হাসিন। তার স্ত্রী হাসিন জাহান তার বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ আনেন। শামির উপর গার্হস্থ্য সহিংসতা, ম্যাচ ফিক্সিং এবং পাকিস্তানের একজন মহিলার সাথে মেলামেশার অভিযোগও এনেছিলেন। এখনও পর্যন্ত শামির নামে মামলা করে রেখেছেন হাসিন। ইনফর্ম শামিকে দেখেও বেহুঁশ মন্তব্য করেছেন তিনি।

বিশ্বকাপে শামির পারফরমেন্স দেখে একেবারে খুশি হননি তার স্ত্রী। প্রসঙ্গত ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেছেন মোহাম্মদ শামির (Mohammed Shami) স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)। রিলটিতে সিঁদুর পড়া অবস্থায় দেখা যাচ্ছে, যেখানে ব্যাকগ্রাউন্ডে হ্যাপি বার্থ ডে টু ইউ গান চলছে এবং তার ফটো লাগানো রয়েছে যেখানে তার সিঁথিতে সিঁদুর দেওয়া ও ফটোর উপরে লেখা রয়েছে “হ্যাপি বার্থ ডে মা…” ক্যাপশনে তিনি লেখেন, “ধন্যবাদ আমার মিষ্টি মেয়ে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য।”

https://www.instagram.com/reel/C21Ot1fLMRZ/?igsh=MWJvaGZzYWtpbndtZA==

দেখেনিন টুইট

https://twitter.com/DeepikaBhardwaj/status/1727741417404174791?s=20

https://twitter.com/Incognito_qfs/status/1724831028785614869?s=20

https://twitter.com/lohpurush_stark/status/1724836779747065861?s=20

https://twitter.com/SaffronSunanda/status/1724843397297639863?s=20

https://twitter.com/Ragini_Singhdeo/status/1618137056835932161?s=20

https://twitter.com/cricketscoreicc/status/1725068288173158734?s=20

https://twitter.com/DeepikaBhardwaj/status/1725214529330823423?s=20

Read More | Hasin Jahan: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মহম্মদ শামি, অবস্থা খারাপ হাসিন জাহানের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *