বেশ জমে উঠেছে আইপিএল (IPL 2023), ১৬ তম সিজিনেও কমছে না আইপিএলের ক্রেজ। গতকাল সিজিনের ৪৪ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস। টসে জিতে গতকাল অধিনায়ক ওয়ার্নার (David Warner) ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। তবে, টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে দিল্লীকে ব্যাকফুটে ঠেলতে বিশেষ সময় নেন নি মোহাম্মদ শামি (Mohammed Shami)। ইনিংসের প্রথম বলেই তীব্র ইনস্যুইং- দিয়ে পরাস্ত করেন ওপেনার ব্যাটসম্যান ফিলিপ সল্ট (Philip Salt) কে। এর পরেই, রাইলি রুশোকে তৃতীয় ওভারের পঞ্চম বলে প্যাভিলিয়নের পথ দেখান।
মোহাম্মদ শামির ভেলকি চলতে থাকে পাওয়ার প্লেতেই। প্রথম দুই ওভারে অসাধারণ প্রদর্শন দেখানোর পর তিনি পঞ্চম ওভারে এসে মনীশ পান্ডে (Manish Pandey) ও প্রিয়ম গর্গকে (Priyam Garg) আউট করেন। ১১ রান দিয়ে ৪ উইকেট নেন শামি। ম্যাচের সেরা তিনিই হয়েছেন, যদিও তার এই অসাধারণ পারফরমেন্সের পরেও জিততে পারেনি গুজরাত দল। তবে কালকের ম্যাচের উপর শামিকে নিয়ে উঠে এসেছে আবার একটি আপত্তিকর তথ্য। এবার আবার খবরের শিরোনামে উঠে আসলো শামির স্ত্রী হাসিনা জাহান। শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন স্ত্রী হাসিন জাহান।
শামির বিরুদ্ধে অভিযোগ এনেছে হাসিন জাহান
দীর্ঘ সময় ধরে চলছে শামি ও হাসিন জাহানের এই বিবাদ। শামির বিরুদ্ধে মামলা হাইকোর্ট খারিজ করেছে ইতিমধ্যেই। ফলে সুবিচার পাননি বলেই মনে হয়েছে হাসিন জাহানের। এ বার সুবিচারের আশায় মহম্মদ শামির বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। হাসিনের অভিযোগ শামি তাঁর কাছে যৌতুক দাবি করতেন। পাশাপাশি যৌন কর্মীদের সঙ্গে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে জড়িত থাকার অভিযোগ এনেছেন হাসিন। ফলে, শামির বিরুদ্ধে ২০১৯ সালে আলিপুর আদালত গ্রেফতারি পরোয়ানাও জারি করে।
হাসিনের অভিযোগ অনুযায়ী শামির কাছে দুটি মোবাইল থাকত। তবে, যৌনকর্মীদের যে ফোন থেকে শামি যোগাযোগ করতেন তা কলকাতা পুলিশ বাজেয়াপ্ত করে কিছু তথ্য পায়নি তারা ফলে শামিকে মুক্তি দেয় কলকাতা পুলিশ। ফলে, শামির গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার তো করাই হয়, পাশাপাশি তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগও খারিজ করা হয়। শামির ঘনিষ্ঠ মহলের দাবি ভারতীয় ক্রিকেটারের দেওয়া বাড়ি, গাড়ি, সবকিছুই এখনও ব্যবহার করছেন হাসিন। মেয়ে আইরা এখনও হাসিনের সঙ্গেই থাকেন। প্রসঙ্গত, এর আগে খোরপোশ নিয়েও হাসিন ও শামির আইনি লড়াই হয়েছে। তবুও চলছে তাদের মধ্যে এই লড়াই। শামি যেহেতু দুর্দান্ত ফর্মে রয়েছেন সেহেতু তাকে নিচ দেখাতে হাসিন উঠে পড়ে লেগেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি হয়েছেন ভয়ঙ্কর ভাবে ট্রল।
দেখে নিন ট্রল
kyw
ajewr
hh
adr
dsd