আইপিএলের প্রতিটি ম্যাচের ওপর এখন ক্রিকেট ভক্তদের বিশেষ নজর রয়েছে। প্লে অফের দৌড়ে এগিয়ে থাকতে চাইছে প্রতিটি দল। মুম্বাই ইন্ডিয়ান্স (MI), চেন্নাই সুপার কিংসের (CSK) মতো সফল ফ্রাঞ্চাইজিগুলি চমক দিতে না পারলেও দিল্লি ক্যাপিটালস (DC), গুজরাট টাইটান্সের (GT) পারফর্মেন্স সমর্থকদের মুগ্ধ করেছে। এই টুর্নামেন্টের মধ্যে বিসিসিআই (BCCI) ২০২৪-২৫ মরসুমের জন্য তাদের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। এই তালিকাকে ৪ টি বিভাগে ভাগ করেছে বিসিসিআই।
Read More: IPL 2025: আইপিএলে আবারও ম্যাচ ফিক্সিং, ইচ্ছে করেই ম্যাচ হেরেছে রাজস্থান রয়্যালস, ফাঁদে আটকে গেল এই দুই খেলোয়াড়
গ্ৰুব A-তে জায়গা পেয়েছেন শুভমান, পান্থ-

গ্ৰেড A+ বিভাগে জায়গা পেয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। অন্যদিকে গ্ৰেড ‘এ’ দলে আছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj), কেএল রাহুল (KL Rahul), শুভমান গিল (Shubman Gill), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), মহম্মদ শামি (Mohammed Shami) ও ঋষভ পান্থ (Rishabh Pant)। এর সঙ্গেই গ্ৰেড B-তে জায়গা পেয়েছেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল (Axar Patel), যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটার। গ্ৰুপ C-তে জায়গা করে নিয়েছেন ১৯ জন তারকা। কিন্তু বিসিসিআইয়ের (BCCI) বেশ কিছু সিদ্ধান্ত অনেক ক্রিকেট ভক্ত মেনে নিতে পারেননি। তারা সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত প্রকাশ করে বিসিসিআইয়ের সমালোচনা করছেন।
গ্ৰুপ B-তে রয়েছেন শ্রেয়স, অক্ষর-

এক ক্রিকেটপ্রেমী লিখেছেন, “জোকারেরা গ্ৰেড A-এতে জায়গা পেয়েছেন। আর গ্ৰেড B-তে রাখা হয়েছে ম্যাচ জয়ী ক্রিকেটারদের।” এখানে জোকার বলতে তিনি ঋষভ পান্থ এবং শুভমান গিলকে বুঝিয়েছেন। অন্যদিকে জাতীয় দলের জার্সিতে দুরন্ত ফর্মে থাকা কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ারের কথা উল্লেখ করেছেন। এই তারকারা গ্ৰেড B-তে জায়গা পেয়েছেন। উল্লেখ্য এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রেয়স আইয়ার ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। কুলদীপ যাদব এই টুর্নামেন্টে ৫ ম্যাচে সংগ্রহ করেন ৭ টি উইকেট। অন্যদিকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অক্ষর প্যাটেলের ৪৭ রান দলকে ট্রফি এনে দিতে সাহায্য করেছিল।
অন্যদিকে অনেকেই ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ার বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে ফিরে আসায় উচ্ছাস প্রকাশ করেছেন। রজত পাটিদার কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়ায় আরসিবি সমর্থকদের মধ্যেও উন্মাদনা লক্ষ্য করা গেছে। তবে জিতেশ শর্মা, আবেশ খানের মতো ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত না হওয়ায় অনেকেই হতাশ হয়েছেন।
বিসিসিআইকে নিয়ে ট্যুইট চিত্র-