"লজ্জা থাকলে এইসব..." ভারত-পাকিস্তানের এশিয়া কাপের প্রমোতে সেহবাগ, ভক্তরা নিলেন একহাত !! 1

অবশেষে জল্পনা কল্পনার মাঝে আগামী মাসেই বসতে চলেছে এশিয়া কাপের আসর। এবারের এশিয়া কাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি UAE’তে পরিবর্তিত করা হয়েছে। এশিয়া কাপের মঞ্চে এবার মূল আকর্ষণ হতে চলেছে ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী এবারের এশিয়া কাপে ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হতে চলেছে। দুই পড়শি দেশের লড়াই মানেই টানটান উত্তেজনা, সমর্থকদের উন্মাদনা। তবে এবারের পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা। পেহেলগাঁও জঙ্গি হামলার পর দুই দেশের রাজনৈতিক সম্পর্ক অনেকটা বিগড়ে গিয়েছে। দুই দেশের মধ্যে এই ম্যাচটি হওয়া নিয়ে বেশ জল্পনা থাকলেও তা আগামী দিনে হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে। এশিয়া কাপের আগে ভারত বনাম পাকিস্তানের ম্যাচের একটি প্রমোশনাল ভিডিও আপলোড করেই রোষের মুখে পড়তে হল এশিয়া কাপের ব্রডকাস্টার সোনি স্পোর্টস নেটওয়ার্ককে।

এশিয়া কাপের আগে প্রমো প্রকাশ্যে আনলো সনি স্পোর্টস

এশিয়া কাপ
Asia Cup Promo | Image: Twitter

এবারের এশিয়া কাপ সোনি স্পোর্টসের পর্দায় দেখতে পাওয়া যাবে। প্রমোশনাল ভিডিওতে দেখা যাচ্ছে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। সেখানে পাকিস্তানি তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই ভিডিওতে বাড়তি ঝাঁঝ যোগ করতে রয়েছেন ‘নজফগড়ের নবাব’ বীরেন্দ্র সহবাগও (Virender Sehwag)। ওই প্রোমোতে সেহবাগকে এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে আহবান জানানো হয়েছে। আগে একটি সাক্ষাৎকারে বিরু বলেন, “আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি ২০২৪’ সালে। এটাই এশিয়া কাপের সেরা দল। আমরাই জিতবো এবারের বিশ্বকাপ।” তিনি আরও বলেছেন, “আমাদের দল বেশ ভালো। সূর্য ভালো নেতৃত্ব দিচ্ছেন, তিনি এই ফরম্যাটের অন্যতম সেরা। আমি আশাবাদী এবার ওর নেতৃত্বেই এশিয়া কাপ জিতবো আমরা।

Read More: মুখ ফিরিয়েছে DREAM 11, এশিয়া কাপের আগে স্পন্সর সঙ্কটে টিম ইন্ডিয়া !!

সেহবাগকে একহাত নিলো ভক্তরা

"লজ্জা থাকলে এইসব..." ভারত-পাকিস্তানের এশিয়া কাপের প্রমোতে সেহবাগ, ভক্তরা নিলেন একহাত !! 2
Virender Sehwag | Image: Getty Images

প্রসঙ্গত, তবে ২৩ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হানার পর থেকেই ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে। এমনকি, বিভিন্ন মহল থেকে এই ম্যাচ বয়কটের দাবি উঠেছে। তবুও এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হতে কোনো বাধা দেয়নি ভারতীয় ক্রীড়া মন্ত্রক। এর আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অফ লেজেন্ডস লীগে ভারতীয় দল পাকিস্তানের মুখোমুখি হতে চাইনি গ্রুপ পর্যায়ে এবং সেমিফাইনাল ম্যাচেও পাকিস্তানের মুখোমুখি হয়নি ভারত। অন্যদিকে এবার ভারতের মাটিতেই বসছে হকি এশিয়া কাপ আর এই এশিয়া কাপের পাকিস্তান হকি দল অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে। কিন্তু আসন্ন ক্রিকেট এশিয়া কাপের জন্য ভারত এবং পাকিস্তানের খেলা নিয়ে ভক্তদের মধ্যে দ্বিমত রয়েছে।

দেখেনিন টুইট

Read Also: ক্রিকেটপ্রেমীদের জন্য খারাপ খবর, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পথে মহম্মদ শামি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *