ভক্তদের ভাঙচুরে রণক্ষেত্র মিরপুর স্টেডিয়াম, BCCI'এর বিরোধিতার পর জ্বলছে বাংলাদেশ ক্রিকেট !! 1

বিভিন্ন কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) সমস্যার মধ্যে রয়েছে। তবে বোর্ড কর্মকর্তাদের ভারত বিদ্বেষী মনোভাব একটুও কমেনি। মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) নিয়ে টানাপড়েনের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) টাইগার বাহিনীদের অংশগ্রহণ করা বর্তমানে অনিশ্চিত হয়ে উঠেছে। এই পরিস্থিতির জট কাটতে না কাটতেই সৃষ্টি হয়েছে আরও এক নতুন বিতর্ক।

বিসিবির অর্থ কমিটির প্রধান ও বোর্ড পরিচালক এম নাজমুল ইসলাম (Nazmul Islam) নিজেদের ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যে উত্তাল এই দেশের ক্রিকেট মহল। যার প্রভাব পড়েছে বিপিএল‌ও (BPL 2026)। এই লিগের ম্যাচ বাতিল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রণক্ষেত্রের চেহারা নেয় মিরপুর স্টেডিয়াম।

Read More: “ডবল হান্ড্রেড দেখছি না অনেকদিন…” রোহিত শর্মাকে ব্যঙ্গ করে ভাইরাল রিতিকা সাজদের স্ট্যাটাস !!

ক্রিকেটারদের অপমান বোর্ড কর্তার-

বাংলাদেশ বিশ্বকাপ
Bangladesh Cricket | Image: Getty Images

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশগ্রহণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। আগেই বিসিবির (BCB) পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আসন্ন বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের তারা ভারতে পাঠাবে না। স্টেডিয়াম পরিবর্তনের বিষয়েও সেইভাবে আইসিসি (ICC) কোনো সিদ্ধান্ত নেয়নি। এই আবহে নিজের দেশের ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন বোর্ডের অর্থ কমিটির প্রধান ও বোর্ড পরিচালক এম নাজমুল ইসলাম।

তাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে বিশ্বকাপ যদি না খেলে তাহলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতির বিষয়ে বোর্ড সহায়তা করবে কিনা। এই প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম বলেন, “আমরা কোটি কোটি টাকা খরচা করছি। ওরা যদি টুর্নামেন্টে গিয়ে কিছুই না করতে পারে তাহলে কী হবে, আমরা সেই টাকা ফেরত চাইবো? এত বিপুল টাকা ওদের পিছনে ঢেলেও কোন ফলাফল হচ্ছে না। এখন‌ও পর্যন্ত একটাও আন্তর্জাতিক ট্রফি জিততে পারেনি দেশ।”

জ্বলে ওঠে বিদ্রোহের আগুন-

ভক্তদের ভাঙচুরে রণক্ষেত্র মিরপুর স্টেডিয়াম, BCCI'এর বিরোধিতার পর জ্বলছে বাংলাদেশ ক্রিকেট !! 2
Bangladesh Cricket | Image: Twitter

বিতর্কিত মন্তব্যের পরে লিটন দাসরা (Liton Das) ক্ষোভ প্রকাশ করে নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেন। এর ফলে তারা গতকাল বিসিএলের ম্যাচেও অংশগ্রহণ করেননি। ফলে চট্টগ্রাম বনাম নোয়াখালী এবং রাজশাহী বনাম সিলেট দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাতিল হয়ে যায়। হঠাৎ করে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ বাতিল হয়ে যাওয়ার পর বিপাকে পড়েন আয়োজকরাও। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ শুরু হয়।

হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও ম্যাচ দেখতে না পাওয়ায় সমর্থকরা রীতিমতো ভাঙচুর চালান। বিসিবির বিভিন্ন বিলবোর্ড এবং ব্যানার ছিঁড়ে ফেলেন তারা। স্টেডিয়ামের ভিতরে ইট-পাথর‌ও ছুঁড়তে থাকেন। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় পরিস্থিতি। উন্মত্ত জনতাকে আটকাবার জন্য শেষ পর্যন্ত সেনাবাহিনী মাঠে নামে। এই ছবি সামনে আসতেই মুখ পুড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

দেখুন সেই ভিডিওটি-

Read Also: লিটন-মুস্তাফিজদের জয়, ‘ভারতবিদ্বেষী’ কর্তাকে ছাঁটাই করলো BCB !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *