fan-troll-shadab-in-eng-vs-pak-series

ENG vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের (ENG vs PAK) জন্য তড়িঘড়ি আইপিএল (IPL) ফেলে দেশে ফিরেছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার’রা। কিন্তু বিশেষ লাভ হলো না জস বাটলার (Jos Buttler), ফিল সল্ট, মঈন আলিদের। হেডিংলেতে সিরিজের প্রথম ম্যাচটি বাতিল হয়ে গিয়েছে বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচটিতে ২৩ রানে জিতেছে ইংল্যান্ড। বার্মিংহ্যামে ক্রিকেটের পথে জটিলতা সৃষ্টি করতে পারে নি আবহাওয়া। হতাশ করেছেন বাবর-রিজওয়ানরা (Mohammad Rizwan)। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের বিক্রমে সহজ হয় পায় তারা।

তৃতীয় ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারে নি পাকিস্তান। বলা ভালো প্রত্যাবর্তনের সুযোগই পায় নি। কার্ডিফে আরও একবার বর্ষণের কারণে বিরস মুখেই মাঠ ছাড়তে হলো দুই দলের ক্রিকেটারদের। পিচে বল গড়ানোও সম্ভব হয় নি গতকাল। লন্ডনের ওভালে বৃহস্পতিবার রয়েছে সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচ। কিন্তু সেখানেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আগে ইংল্যান্ড ও পাকিস্তান, দুই দলের কাছেই নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিলো এই সিরিজ। কিন্তু তা থেকে বিশেষ ফায়দা তুলতে পারে নি তারা।

Read More: “ও অধিনায়কের জন্য পারফেক্ট” শ্রেয়স আইয়ারকে টিম ইন্ডিয়ার ভবিষৎ ‘নেতা’ দেখছেন রবিন উথাপ্পা !!

হতশ্রী পারফর্ম্যান্স শাদাব খানের-

Shadab Khan | ENG vs PAK | Image: Getty Images
Shadab Khan | Image: Getty Images

আগামী জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে যে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) আয়োজিত হতে চলেছে তার জন্য দিনকয়েক আগে সম্পূর্ণ স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। অংশগ্রহণকারী ২০ দেশের মধ্যে স্কোয়াড ঘোষণা করতে সবচেয়ে বেশী সময় নিয়েছে তারাই। স্পিন বোলিং অলরাউন্ডার শাদাব খান (Shadab Khan) রয়েছেন দলে। পূর্বে টি-২০ ক্রিকেটে তিনি ছিলেন দলের সহ-অধিনায়ক। কিন্তু বর্তমানে সেই দায়িত্ব থেকে ছেঁটে ফেলা হয়েছে তাঁকে। বাবর আজমের নেতৃত্বাধীন দলে কোনো সহ-অধিনায়কই রাখে নি মহসীন নকভির পিসিবি।

শাদাব (Shadab Khan) স্কোয়াডে রয়েছেন ঠিকই, কিন্তু টি-২০ বিশ্বকাপে আদৌ কতটা কার্যকরী হবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। পেশাদার ক্রিকেটে শেষ দশ ম্যাচে তিনি নিয়েছেন কেবল ৭ উইকেট। একটি ৪১ রানের ইনিংস ছাড়া ব্যাট হাতে কোনো উল্লেখযোগ্য পারফর্ম্যান্স নেই তাঁর। আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি টি-২০তে ৫৪ রান খরচ করে কোনো উইকেট পান নি। আর ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহ্যামে ৫৫ রান বিলিয়েও শূন্যই থেকে গিয়েছে তাঁর উইকেটের কলাম। এমতাবস্থায় তাঁকে একাদশে রাখার যৌক্তিকতা কি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। ইমাদ ওয়াসিমকেই একমাত্র স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে খেলানো হোক, উঠছে দাবী।

শাদাব’কে ‘অপমান’ সমর্থকের,পরামর্শ আফ্রিদির-

Virat Kohli and Shadab Khan | ENG vs PAK | Image: Getty Images
Virat Kohli and Shadab Khan | Image: Getty Images

ইংল্যান্ড (ENG vs PAK) সিরিজের ফাঁকে ইংল্যান্ডের রাস্তায় বেরিয়েছিলেন পাকিস্তানী তারকা শাদাব খান (Shadab Khan)। কিন্তু মাঠের হতশ্রী পারফর্ম্যান্স মাঠের বাইরেও তাড়া করে বেড়ালো তাঁকে। এক মহিলা ক্রিকেট অনুরাগী রীতিমত কঠিন প্রশ্নের মুখে ফেলেন তাঁকে। প্রথমে ঐ মহিলা শাদাবের সাথে দেখা করে একটি ছবি তোলার অনুরোধ করেন। ভক্তকে খালি হাতে ফেরান নি পাক ক্রিকেটার। ছবি তোলা হয়ে গেলে শক্তিশেলটি নিক্ষেপ করেন ঐ মহিলা। সটান প্রশ্ন করেন, “আপনি এত ছক্কা হজম করছেন কেন? বল হাতে ফর্মে ফিরুন। আপনাকে উইকেট নিতে হবে।” উত্তরে কিছু বলেন নি শাদাব। মুখ বুজেই হজম করেছেন ঐ মহিলার ‘পরামর্শ।’

শাদাবের পারফর্ম্যান্স নিয়ে উদ্বিগ্ন পাক ক্রিকেটমহলও। কিংবদন্তি অলরাউন্ডার শাহীদ আফ্রিদি (Shahid Afridi) অনুজ ক্রিকেটারের সাথে ব্যক্তিগত উদ্যোগেই যোগাযোগ করেছেন বলে খবর। ভালো পারফর্ম করতে শাদাবকে (Shadab Khan) তিনি উৎসাহ দিয়েছেন। শাদাব ভালো খেললে পাকিস্তানও যে সফল হয় তাও বুঝিয়েছেন ২৫ বছর বয়সী অলরাউন্ডারকে। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি জানিয়েছেন, “আমি ওকে জিজ্ঞেস করলাম কে ওর কোচ এখন। আরও বললাম যে, ‘তুমি কি এমন করছো যে তোমার বোলিং ঠিকঠাক হচ্ছে না? একই ভুল বারবার করছো?’ কোচ, সিনিয়রদের উচিৎ কঠিন সময়ে ওকে সাহায্য করা।”

Also Read: কপাল পুড়ল ধনশ্রীর, অন্য মহিলার হাত ধরে নিউ ইয়র্ক পাড়ি দিলেন যুজবেন্দ্র চাহাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *