IPL 2025: আজ সানরাইজার্স হায়দ্রাবাদ হাইভোল্টেজ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামে। ঘরে মাঠে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে প্রথম থেকেই চাপের মুখে পড়ে গিয়েছিল প্যাট কামিন্সের দল। প্রথম ইনিংসে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণে সামনে বিপর্যয়ের মুখে ৩৫ বলে ৫ উইকেট হারিয়ে ফেলে হায়দ্রাবাদ। এইরকম পরিস্থিতিতে হেনরিখ ক্লাসেন এসে হাল ধরার চেষ্টা করেন। ৪৪ বলে ৭১ রানের ইনিংস গড়েন এই তারকা ব্যাটসম্যান।
Read More: Video: সঞ্জীব গোয়েঙ্কাকে পাত্তা দিলেন না কেএল রাহুল, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!
অন্যদিকে অভিনব মনোহরের ৩৭ বলে ৪৩ রানে ভর করে প্রথম ইনিংসে ১৪৪ রানের লক্ষ্যমাত্রা দেয় হায়দ্রাবাদ। মুম্বাইয়ের হয়ে ট্রেন্ট বোল্ট একাই ৪ উইকেট সংগ্রহ করেছিলেন। এই রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা ব্যাট হাতে জ্বলে ওঠেন। তিনি ৪৬ বলে ৭০ রানের ইনিংস। এরপর সূর্যকুমার যাদবের ১৯ বলে অপরাজিত ৪০ রানে ভর করে ১৫.৪ ওভারেই প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয় মুম্বাই। এর ফলে পরপর ২ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়েছে হায়দ্রাবাদ।
অন্যদিকে রোহিত শর্মার প্রসংশায় মেতে উঠেছেন সমর্থকরা। পরপর দুই ম্যাচে অর্ধশতরান করার পর একজন লিখেছেন, “মুম্বাই কিং ফিরে এসেছেন।” “যখন প্রয়োজন তখনই জেগে উঠেছেন”, বলে উচ্ছাস প্রকাশ করেছেন ক্রিকেট ভক্তরা। এক রোহিত শর্মার ভক্ত লিখেছেন, “রোহিত শর্মার ছয় মারাটি নিখুঁত ছিল। দৃষ্টিনন্দন একটি শট!” “কী অসাধারণ কামব্যাক! মুম্বাই ইন্ডিয়ান্স প্রমাণ করলো কেন তারা ৫ বারের চ্যাম্পিয়ন।”,বলে প্রসংশায় ভরিয়ে দিচ্ছেন সমর্থকরা।