নিউজিল্যান্ডের (IND vs NZ T20 Series) বিপক্ষে ভারতীয় দল চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম থেকেই প্রভাব বিস্তার করেছে। আজ তিরুবন্তপুরমে এই সিরিজের পঞ্চম ম্যাচে মাঠে নেমেছে দুই দল। শেষ ম্যাচে লজ্জাজনক হারের সম্মুখীন হলেও আজ প্রথম ইনিংস থেকেই জ্বলে ওঠে ব্লু ব্রিগেডরা। ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও ঈশান কিষাণ (Ishan Kishan)। দুজনে মিলে ম্যাচকে কিউইদের হাত থেকে কার্যত অনেকটাই দূরে নিয়ে চলে যান। ঈশানের ব্যাট হাতে আজ দুরন্ত একটি শতরান। ফলে বিশ্বকাপের আগে ভারতীয় দলকে নিয়ে উচ্ছ্বসিত সমর্থকরা।
Read More: “ওকে ঘরে পাঠিও দাও..”, শ্রেয়স আইয়ার একাদশে সুযোগ না পাওয়ায় বিস্ফোরক ভারতের প্রাক্তন তারকা !!
বিধ্বংসী ফর্মে ভারত-

শনিবার টসে জিতে অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। প্রথম ইনিংসে আজও অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে ওপেনিং করতে আসেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তবে দুজনে মিলে স্কোরবোর্ড বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। সঞ্জু আজও সম্পূর্ণ ব্যর্থ হন। তার ব্যাট থেকে ৬ বলে মাত্র ৬ রান আসে। ১৬ বলে ৩০ রান সংগ্রহ করেন অভিষেক। এরপর ঈশান কিষাণ সূর্যকুমার যাদবের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।
৫৭ বলে ১৩৭ রানের পার্টনারশিপ গড়েন তারা। ৩০ বলে ৬৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অধিনায়ক। তার ব্যাট থেকে আসে ৬ টি ছয় এবং ৪ টি চার। ঈশান কিষাণ আজ ম্যাচে সবচেয়ে বেশি প্রভাব ফেলেন। ৪৩ বলে ১০৩ রান করে দৃষ্টান্ত তৈরি করেন এই তারকা। তিনি ৬ টি চার এবং ১০ টি ছক্কা হাঁকিয়ে কার্যত বিপক্ষদের ধ্বংস করে দেন। এরপর হার্দিকের ১৭ বলে ৪২ রানের ভর করে ভারত বিশাল রান তুলে নেয়। ফলে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ব্লু ব্রিগেডরা ২৭১ রানে পৌঁছেছে।
এরপরই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের গুরুত্ব মন্তব্য সামনে উঠেছে। “একেই বলে কামব্যাক। সমস্ত ব্যর্থতা ভুলে যোগ্য জবাব দিলেন।”, বলে উল্লেখ করছেন নেটিজেনরা। এক ক্রিকেট ভক্ত লিখেছেন, “গৌতম গম্ভীরকে কি আরও প্রমাণ দিতে হবে ঈশানকে কেন দলে থাকার যোগ্য।” “নিউজিল্যান্ডকে ভেঙে চুরমার করে দিলেন ঈশান-সূর্যকুমার বলেও। বিশ্বকাপে তান্ডব হবে, “ বলেও জানাচ্ছেন অনেকে।
দেখুন ট্যুইট চিত্র-