"এবার বল তুই গম্ভীর..", দঃ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও শতরানের পর বিরাট কোহলিকে নিয়ে চর্চায় ভক্তদের বার্তা !! 1

রাঁচিতে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Series) বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি দুরন্ত শতরান হাঁকিয়ে আবারও নিজেকে প্রমাণ করেন। ভারতীয় ওডিআই দলের ভবিষ্যৎ পরিকল্পনায় এই তারকা থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল কয়েকদিন আগেই। ২০২৭ বিশ্বকাপের (ODI WC 2027) আগে ধারাবাহিকভাবে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে বলেও নির্বাচকরা স্পষ্ট করে দিয়েছিলেন। তবে আজ রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচেও শতরান করে সমস্ত সমালোচনার মুখ বন্ধ করে দিলেন কিং কোহলি।

Read More: নতুন বিয়ের তারিখ ফাইনাল স্মৃতি-পলাশের, এই দিনেই সাতপাক ঘুরবেন দুজন !!

বিরাটের দুরন্ত শতরান-

"এবার বল তুই গম্ভীর..", দঃ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও শতরানের পর বিরাট কোহলিকে নিয়ে চর্চায় ভক্তদের বার্তা !! 2
Virat Kohli | Image: Getty Images

আজ প্রথম ইনিংসে ভারতের হয়ে ওপেনিং করতে আসেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তবে দুজনে মিলে স্কোরবোর্ড বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। ২৯ বলে ৪০ রানের পার্টনারশিপ গড়েন তারা। যশস্বী ২২ রানে এবং রোহিত ১৪ রানে আউট হয়ে মাঠ ছাড়েন। এইরকম পরিস্থিতিতে রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান বিরাট কোহলি। ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা হয়ে ওঠেন তিনি। বিপক্ষ বোলারদের রীতিমতো চাপের মুখে ফেলে দেন।

আজ ৯০ বলে দুরন্ত শতরান হাঁকান এই তারকা‌‌ ব্যাটম্যান। এটা ছিল তার আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে ৫৩ তম শতরান। ম্যাচে ৯৩ বলে ১০২ রান করে মাঠ ছাড়েন বিরাট। তিনি ৭ টি চার এবং ২ টি ছয় দিয়ে ইনিংসটি সাজিয়েছিলেন। ফলে পরপর দুই ম্যাচে শতরান করার পর সোশ্যাল মিডিয়ায় ভক্তরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন। বিসিসিআই (BCCI) এবং গৌতম গম্ভীরকে যোগ্য জবাব দিয়েছেন বলেই উল্লেখ করছেন তারা। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান এবং ক্রিকেট বিশ্লেষক সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) বলেন, “আমাদের যেখানে বিরাট আছে সেখানে সুপারম্যানের কী প্রয়োজন আছে?”

বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) লিখেছেন,“কোহলির (Virat Kohli) শতরান করার নেশাই আলাদা। আমরা তার সেঞ্চুরির সংখ্যা গুনি। সে শতরান করাকে রীতিমতো রুটিনে পরিণত করেছে।” এক ক্রিকেট ভক্ত উল্লেখ করেছেন, “আজ আরও একটি বাচ্ছা স্কুল থেকে ফিরে এসে বিরাটের শতরান দেখবে এবং এই তারকা ব্যাটসম্যানের ভক্ত হয়ে যাবে।” ” এই পরপর শতরান গম্ভীরকে সরাসরি জবাব দিল। যার রাজনীতির শিকার হয়ে চাপে পড়ে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন কোহলি।” বলেও সমর্থকরা উল্লেখ করছেন। এমনকি উল্লেখ‌ করছেন, “এই সেলিব্রেশনের হুংকার সবসময় গম্ভীর এবং বিসিসিআই জন্য থাকে।”

দেখুন সেই ট্যুইট চিত্র-

Read Also: ১৫ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত, বিজয় হাজারে ট্রফিতে খেলতে নামছেন বিরাট কোহলি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *