IPL 2025: আজ রাজস্থান রয়্যালস গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছে। প্রথম ইনিংসে ব্যাটিং করতে শুভমান গিলে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। তিনি ৫০ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এরপর জস বাটলারের অপরাজিত অর্ধশতরানে ভর করে ২১০ রানের লক্ষ্যমাত্রা দেয় গুজরাট টাইটান্স। এই বিশাল রান তাড়া করতে নেমে রাজস্থানের হয়ে ওপেনিং করতে আসেন যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী। দুজনেই বিধ্বংসী ব্যাটিং করে রীতিমতো গুজরাটকে চাপের মুখে ফেলে দেন।
Read More: চাহাল থেকে বাটলার, এই ৪ ক্রিকেটারকে ছেড়ে দিয়ে ভুল করেছে রাজস্থান, বিপক্ষের দলে চালাচ্ছেন তান্ডব !!
১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী রীতিমতো ব্যাট হাতে তান্ডব চালিয়েছেন। মাত্র ১৭ বলে তিনি অর্ধশতারান করে হইচই ফেলে দেন। এরপর ৩৫ বলে শতরান পূর্ণ করেন বৈভব। অভিজ্ঞ ইশান্ত শর্মার এক ওভারে এই তরুণ তারকা ৩ টি ছয় এবং ২ টি চার মারেন। ফলে বর্তমানে পুরুষদের টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে কম বয়সী শতরান করা ক্রিকেটার হয়েছেন তিনি। এর সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় প্রসংশা মেতে উঠেছেন নেটিজেনরা। “১৪ বছর বয়সে এইরকম ছয় মারছে তাহলে ১৮ বছর বয়সে কীরকম ছয় মারবে?” লিখে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই।
“রাহুল দ্রাবিড় স্কুল থেকে তুলে এনে তারকা বানিয়ে দিয়েছেন”, বলে উল্লেখ করেছেন এক ক্রিকেটপ্রেমী। “বৈভব সূর্যবংশী হলেন একজন এই প্রজন্মের সত্যিকারের প্রতিভাবান ক্রিকেটার। নিজের প্রতিভাকে প্রদর্শন করার জন্য তার সোশ্যাল মিডিয়ায় প্রচারের প্রয়োজন নেই।” বলে লিখেছেন এক ক্রিকেট ভক্ত। কিংবদন্তি আম্পায়ার রিচার্ড কেটলবোরো উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, “আমি ঘুম আত্মত্যাগ করে দিয়েছি শুধু বৈভব সূর্যবংশীর দ্রুততম অর্ধশতরান দেখার জন্য। আগামী ২০ বছর এই ক্রিকেটার ভারতকে অনেককিছু দিতে চলেছে।”