IPL 2025: আইপিএলের ইতিহাসের আজ অন্যতম সেরা ম্যাচের সাক্ষী হয়ে থাকলো ক্রিকেট সমর্থকরা। গুরুত্বপূর্ণ ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামে। প্রথম ইনিংসে গুজরাটের হয়ে ওপেনিং করতে এসে ব্যাট হাতে জ্বলে ওঠেন শুভমান গিল। তার ব্যাট থেকে ৫০ বলে ৮৪ রানের ইনিংস আসে। এরপর জস বাটলারের অর্ধশতরানে ভর করে গুজরাট টাইটান্স ২১০ রানের লক্ষ্যমাত্রা দেয়। এই রান তাড়া করতে নেমে সমস্ত পরিসংখ্যান বদলে দেন বৈভব সূর্যবংশী। ১৪ বছর বয়সী এই তরুণ তারকা ম্যাচে রীতিমতো তান্ডব চালিয়েছেন।
Read More: ব্যাঙ্গালুরুর জয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইলো KKR, এই সমীকরণে করবে কোয়ালিফাই !!
৩৫ বলে এই প্রতিভাবান ব্যাটসম্যান বিধ্বংসী শতরানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ১১ টি ছয় এবং ৭ টি চার। অন্যদিকে যশস্বী জয়সওয়াল ৪০ বলে ৭০ রানে অপরাজিত থাকেন। ফলে ১৫.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয় রাজস্থান রয়্যালস। ফলে বৈভব সূর্যবংশীর প্রসংশায় মেতে উঠেছেন ক্রিকেট সমর্থকরা। “এক বিহারী সপে ভারী, বিহার এবার ক্রিকেটের দিক থেকেও এগিয়ে গেল।”, বলে উচ্ছাস প্রকাশ করছেন সমর্থকরা।
“বৈভব সূর্যবংশী বিধ্বংসী ব্যাটিংয়ের মাধ্যমে রাহুল দ্রাবিড়কে হুইলচেয়ার থেকে দাঁড়াতে বাধ্য করেছেন। অসাধারণ প্রতিভা।”,বলে উল্লেখ করেছেন এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। “কোনো নাটক নয়, কোনো চিৎকার চেঁচামেচি নয়, কোনো প্রচার নয়, একজন সত্যিকারের ক্রিকেট প্রতিভা বৈভব।”, বলে মতামত জানাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। “ঠান্ডা মাথায় ভবিষ্যৎ ভারতীয় ক্রিকেটের জন্য স্ক্রিপ্ট রচনা করেছেন রাহুল দ্রাবিড়।”, লিখে রাজস্থান রয়্যালসের প্রধান কোচের প্রসংশা করছেন নেটিজেনরা।