IPL 2025: "হারাতেই মাঠে নামে এরা..." সুপার ওভারে দিল্লির কাছে পরাস্ত হলো রাজস্থান, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

IPL 2025: মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দিল্লি ক্যাপিটালস ঘরের মাঠে হারের সম্মুখীন হওয়ার পর আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামে। ম্যাচে প্রথম ইনিংসে বিপক্ষের বোলিং আক্রমণে সামনে চাপের মুখে পড়ে গিয়েছিল অক্ষর প্যাটেলের দল‌। তবে অভিষেক পোরেলের ৪৯ রানে ভর করে ঘুরে দাঁড়ায় দিল্লি। অধিনায়ক অক্ষর প্যাটেলের ১৪ বলে বিধ্বংসী ৩৪ রানের ভর করে শেষ পর্যন্ত তারা ১৮৯ রানের লক্ষ্যমাত্রা দেয়।

Read More: স্টার্কের দুরন্ত বোলিং, সুপার ওভারে রাহুল-স্টাবসের রুদ্ধশ্বাস ব্যাটিংয়ে জয় সুনিশ্চিত করলো দিল্লি ক্যাপিটালস !!

সুপার ওভারে ম্যাচ হারলো রাজস্থান

Ipl 2025
DC vs RR | Image: Getty Images

এই রান তাড়া করতে নেমে যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসন আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং শুরু করেন। কিন্তু পাঁজরে চোট পেয়ে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন রাজস্থান অধিনায়ক। এরপর যশস্বী জয়সওয়াল এবং নীতিশ রানার দুরন্ত অর্ধশতরানে ম্যাচ শেষ ওভার পর্যন্ত পৌঁছায়। শেষ ওভারের ৬ বলে বাকি ছিল ৯ রান। শেষ পর্যন্ত ধ্রুব জুরেল এবং শিমরান হেটমায়ার জয় এনে দিতে ব্যর্থ হন। বল হাতে দিল্লির হয়ে মিচেল স্টার্ক সমিকরণ বদলে দেন। ফলে ম্যাচ সুপার ওভারে পৌঁছে যায়। সুপার ওভারেও স্টার্ক বিধ্বংসী হয়ে ওঠেন। ফলে শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস টুর্নামেন্টে তাদের পঞ্জম জয় ছিনিয়ে নেয়।

অন্যদিকে ম্যাচ জুড়ে উত্তেজনা মূহুর্ত খুব বেশি তৈরি না হলেও সুপার ওভারে যাওয়ায় অনেক ক্রিকেটার সমর্থক জয় শাহয়ের মুখে কথা বসিয়ে মিম বানিয়েছেন। একজন লিখেছেন, “একদিক থেকে বোরিং ম্যাচ দেবো অন্যদিক থেকে থ্রিলার বেরিয়ে আসবে।” “পুরো সিনেমার মতো রোমাঞ্চকর ম্যাচ”, বলেও অনেকে ক্রিকেট ভক্ত উল্লেখ করেছেন। অনেকে আবার মিচল স্টার্কের প্রশংসা করে বলছেন, “জসপ্রীত বুমরাহের থেকে অনেক উচ্চমানের বোলার স্টার্ক‌।” শিমরান হেটমায়ার দুবার দলকে জয় এনে দেওয়ার সুযোগ পেয়েও আজ ব্যাট হাতে ব্যর্থ হন। একজন মিম বানিয়ে কটাক্ষ করে লিখেছেন, “হেটমায়ারের দুবার জেতা ম্যাচ হারানোর অংহকার আছে।”

DC vs RR ম্যাচকে নিয়ে ট্যুইট চিত্র-

Read Also: “টুক টুক করেই শেষ করলো খেলা…” রাজস্থানের বিরুদ্ধে ১৮৮ রানে শেষ হলো দিল্লির ইনিংস, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *