MI vs DC: "আম্পায়ার কিনে ম্যাচ জিতলো..", প্লে অফে পৌঁছেও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে মুম্বাই ইন্ডিয়ান্স !! 1

IPL 2025: আজ আইপিএলে লিগ পর্বের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসের (MI vs DC) বিপক্ষে মাঠে নেমেছিল। অক্ষর প্যাটেল (Axar Patel) অসুস্থ থাকায় দিল্লির হয়ে আজ ফাফ ডুপ্লেসিস (Faf du Plessis) নেতৃত্বের দায়িত্ব তুলে নেন। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন তিনি। ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স (MI) প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে গিয়েছিল। এইরকম পরিস্থিতিতে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এসে দলের হয়ে হাল ধরেন। তার ব্যাট থেকে ৪৩ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস আসে।

Read More: IND vs ENG: গিল-রাহুলের থেকে শতগুণে যোগ্য এই ক্রিকেটার, গম্ভীরের রাজনীতিতে পাচ্ছেন না সুযোগ !!

এই রানের ওপর ভর করে মুম্বাই প্রথম ইনিংসে ১৮০ রান সংগ্রহ করে নেয়। অন্যদিকে এই রান তাড়া করতে নেমে হার্দিক পান্ডিয়াদের (Hardik Pandya) বোলিং আক্রমণের সামনে আত্মসমর্পণ করে দিল্লির টপ অর্ডার। মাত্র ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। সামির রিজভী (Sameer Rizvi) ৩৯ রান করে লড়াই চালালেও শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স ৫৯ রানে জয় ছিনিয়ে নিয়ে প্লে অফে জায়গা করে নেয়। অন্যদিকে এর ফলে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে দিল্লি ক্যাপিটালস। তবে সোশ্যাল মিডিয়ায় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের জন্য সমালোচনার মুখে পড়েছে মুম্বাই। অভিষেক পোরেলেন আউটের সিদ্ধান্ত অনেকেই মেনে নিতে পারেননি।

একজন ক্রিকেট সমর্থক কটাক্ষ করে লিখেছেন, “মুম্বাই ইন্ডিয়ান্স ফিক্সার দল‌ই থেকে গেছে। আম্পায়ার রাম্বানিজি মুম্বাইয়ের হয়ে ভালো খেলেছেন।” “আজ থেকে এই দলকে আম্পায়ার ইন্ডিয়ান্স বলে ডাকা হোক”, বলেও উল্লেখ করছেন ভক্তরা। একজন লিখেছেন, “আরসিবি তোমাদের আর ট্রফি জয় করা হবে না। আম্পায়ার ইন্ডিয়ান্সরা আবার এসে গেছে।” তবে এর মধ্যেই মুম্বাইকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই। একজন লিখেছেন, “হার্দিক পান্ডিয়া আবারও অধিনায়ক হিসেবে সমালোচকদের চুপ করিয়ে দিলেন। শুভেচ্ছা মুম্বাই ইন্ডিয়ান্সকে।”

মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে ট্যুইট চিত্র-

Read Also: IPL 2025: তিন ম্যাচের পারিশ্রমিক ৫.২৫ কোটি, এই তারকাকে নিতে কালঘাম ছুটলো মুকেশ আম্বানির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *