IPL 2025: একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ হাইভোল্টেজ ম্যাচে লখনউ সুপার জায়ান্টস চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নেমেছে। ম্যাচে প্রথমে টসে জিতে মহেন্দ্র সিং ধোনি ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বোলিং করার সিদ্ধান্ত নেন। এর ফলে লখনউয়ের হয়ে মিচেল মার্শ এবং এইডেন মার্করাম ওপেনিং করতে আসেন। মার্করাম ৬ রানে আউট হয়ে গেলে দলকে ভরসা দেওয়ার জন্য নিকোলাস পুরান মাঠে নামেন। কিন্তু এই তারকা ব্যাটসম্যানও ৮ রান করে আউট হয়ে দলকে চাপের মুখে ফেলে দেন।
Read More: ক্রিকেট প্রশাসনে প্রত্যাবর্তন সৌরভ গাঙ্গুলী’র, আইসিসি’র অন্দরেও এবার চলবে দাদাগিরি !!
তবে আজ ঋষভ পান্থ দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। প্রথমে আয়ুশ বাদোনির সঙ্গে তিনি পার্টনারশিপ গড়েন। তারপর আব্দুল সামাদের সঙ্গে দলকে লড়াই জায়গায় পৌঁছে দেন অধিনায়ক। ম্যাচে ঋষভ পান্থের ব্যাট থেকে এসেছে ৪৯ বলে ৬৩ রান। তিনি ৪ টি চার এবং ৪ টি ছয় মারেন। ফলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে লখনউ সুপার জায়ান্টস প্রথম ইনিংসে ১৬৬ রান সংগ্রহ করেছে। তবে পান্থের ধীর গতির ব্যাটিং সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে। ডট বলের পরিপ্রেক্ষিতে গাছ লাগানোর বিষয়টি উদ্দেশ্য করে একজন লিখেছেন, “ঋষভ পান্থ হলেন গ্ৰীন ইন্ডিয়াল ব্রান্ড অ্যাম্বাসেডর।”
“সাদা বলের ক্রিকেটের জালি ক্রিকেটার”, বলে অনেকে উল্লেখ করেছেন অনেকে। আবার সঞ্জিব গোয়েঙ্কার মুখে কথা বসিয়ে এক ক্রিকেট ভক্ত লিখেছেন, “ঋষভ ভাই আমায় আগে বল তুই আমাদের হয়ে খেলছিলস নাকি বিপক্ষদের হয়ে।” এক ক্রিকেট সমর্থক কটাক্ষ করে লিখেছেন, “পান্থ এমনভাবে খেলছেন যেন তিনি আইপিএলে ট্রফির জন্য নয় বরং ‘বৃক্ষরোপণ প্রতিযোগিতার’ জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।”