ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক বিরাটের, বিশ্বকাপের আগে বড়ো ক্ষতি কোহলির !! 1

ভারত তথা তথা বিশ্বের অন্যতম তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli)।‌ যত সময় এগিয়ে যাচ্ছে তার ব্যাটিং দক্ষতা আরও ভক্তদের মন জয় করে নিচ্ছে। তিনি বর্তমানে নতুন প্রজন্মের অন্যতম আইকন। তবে গত কয়েক বছরে নিজেকে গুটিয়ে নিয়েছেন। টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা পর বর্তমানে শুধুমাত্র ওডিআই ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন। ক্রিকেটের বাইরে ফ্যামিলির সঙ্গেই বেশিরভাগ সময় কাটাতে দেখা যায় কোহলিকে। এর মধ্যেই এবার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় খবর আসতেই চাঞ্চল্য শুরু হয়েছে।

Read More: শেষ ম্যাচে পুরো বদলে যাচ্ছে একাদশ, ‘ভুয়ো’ আহত ঈশান সহ আইয়ারের হচ্ছে এন্ট্রি !!

উড়ে গেল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট-

Ind vs nz
Virat Kohli | Image: Getty Images

বিরাট কোহলি শুধু ক্রিকেট দক্ষতার জন্য নয় তার ব্যক্তিত্ব‌ও ভক্তদের অনুপ্রেরণা দেয়। তার স্টাইল, পোশাক পরার ধরন সবকিছুই ব্র্যান্ড হয়ে উঠেছে। ফলে ভারতীয় হিসেবে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ফলোয়ার সংখ্যা এই তারকা ব্যাটসম্যানের। ইনস্টাগ্রামে তার ফলোয়ার ছিল ২৭০ মিলিয়ন অর্থাৎ ২৭ কোটিরও বেশি। বিশ্বের আর কোন ক্রিকেটারের এতো বেশি ফলোয়ার নেই। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে কিং কোহলির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পাচ্ছেন না ভক্তরা। সার্চ করলে ভেরিফায়েড অ্যাকাউন্ট নট ফাউন্ড দেখাচ্ছে।

এরপরই ভারতের প্রাক্তন অধিনায়ক এবার সোশ্যাল মিডিয়া থেকেও অবসর নিলেন বলে জল্পনা তৈরি হয়েছে। কিন্তু এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা তা নিয়েও নেটিজেনদের একাধিক মন্তব্য সামনে উঠে এসেছে। এমনকি দাদা বিকাশ কোহলির‌ও ইনস্টাগ্রাম প্রোফাইল‌ও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখনও পর্যন্ত সচল রয়েছে। অনুষ্কার পোস্টে গিয়ে কোহলির ভক্তরা কমেন্ট করে পুরো বিষয়টি জানতে চাইছেন। টেকনিক্যাল ইসু বা হ্যাকিং’ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

দুরন্ত ফর্মে বিরাট কোহলি-

বিরাট কোহলি
Virat Kohli | Image: Getty Images

গত বছরের শুরুতেই হঠাৎ করে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন বিরাট (Virat Kohli)। এই সিদ্ধান্ত ক্রিকেট ভক্ত থেকে বিশেষজ্ঞরা এখনও মেনে নিতে পারেনি। বর্তমানে শুধুমাত্র ওডিআই ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন এই তারকা। ২০২৭ বিশ্বকাপকে (ODI WC 2027) পাখির চোখ করে নিজেকে তৈরি করছেন। সাম্প্রতিক সময় দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে একের পর এক শতরান করে জ্বলে উঠেছিলেন।

প্রোটিয়াদের বিপক্ষে ৩ ম্যাচে ৩০২ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। এরপরই নিউজিল্যান্ডের (India vs New Zealand ODI Series) বিপক্ষে ওডিআই সিরিজেও দুরন্ত ফর্মে ছিলেন বিরাট। ৩ ম্যাচে ২৪০ রান সংগ্রহ করে দলের ব্যাটিং অর্ডারকে নেতৃত্ব দেন। কিং কোহলি একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান করে রেকর্ড গড়েছেন। তার ব্যাট থেকে এসেছে ৩১১ ম্যাচে মোট ১৪৭৯৭ রান।

Read Also: বিশ্বকাপের আগে বড় চমক, টিম ইন্ডিয়ার মেন্টর ভূমিকায় রোহিত শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *