ভারতীয় তারকা ক্রিকেটারদের নিয়ে ভক্তদের উন্মাদনা মাঝেমধ্যে চর্চায় উঠে আসে। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) মতো ক্রিকেটারকে এক ঝলক দেখার জন্য বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে যান সমর্থকরা। মাঝেমধ্যে মাঠে প্রবেশ করে এইসব তারকা ক্রিকেটারদের ছুঁয়ে দেখার জন্য চেষ্টা করে থাকেন অনেকেই। নিরাপত্তার বলয় ভেঙে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাম্প্রতিক সময় কোহলির কাছে এক তরুণকে পৌঁছে যেতে দেখা গিয়েছিল। এর মধ্যেই এবার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। তরকা ক্রিকেটারের সঙ্গে ছবি তুলতে না পেরে এবার অপমান করলেন এক ভক্ত।
Read More: IPL শুরুর আগেই ধাক্কা কেকেআরে, মাঠে লুটিয়ে পড়লেন তারকা ব্যাটসম্যান !!
চোট সারিয়ে হার্দিকের কামব্যাক-

এই বছর এশিয়া কাপে (India 2025) শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিপক্ষে ম্যাচ চলাকালীন পেসিতে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এর ফলে টুর্নামেন্টের ফাইনালে তিনি খেলতে পারেননি। তার বদলে রিঙ্কু সিং (Rinku Singh) সুযোগ পেয়েছিলেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার (India vs Australia T20 Series) বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ থেকেও চোটের কারণে বাদ পড়েন এই তারকা অলরাউন্ডার। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2024) আগে আবারও স্বমহিমায় কামব্যাক করেছেন হার্দিক।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিজেকে মেলে ধরেন তিনি। এই সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেছিলেন। ৩ ইনিংসে মোট ১৪২ রান সংগ্রহ করেন। এছাড়াও ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে বল হাতেও জ্বলে ওঠেন এই তারকা।
বড়ো মনের পরিচয় দিলেন হার্দিক-

ভারতের অন্যতম তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ক্রিকেট মাঠের বাইরেও একাধিক বিতর্কের মধ্যে থাকেন। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ চলাকালীন গার্লফেন্ডের খারাপ অ্যাঙ্গেলের ছবি তোলার জন্য পাপারাজ্জিদের বিরুদ্ধে পোস্ট করেন এই তারকা। এই ঘটনা সেই সময় আলোচনার মধ্যে উঠে গিয়েছিল। তবে এবার হার্দিকের এক ভিন্ন ছবি ধরা পড়ল। ভক্তদের খারাপ ব্যবহারের মধ্যেও নিজেকে সংযত রাখলেন তিনি।
একটি ভিডিওতে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিপুল ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে হার্দিক পান্ডিয়াকে ঘিরে অসংখ্য তরুণ ভক্তদের ছবি তুলতে দেখা যাচ্ছে। ভিড় এড়িয়ে তিনি এগিয়ে গেলে আবারও ফটো তুলতে চান এক ভক্ত। তখন তিনি মার্জিতভাবে বোঝানোর চেষ্টা করেন যে ইতিমধ্যেই ফটো তুলেছেন আর তার পক্ষে সম্ভব নয়। সঙ্গে সঙ্গে সেই তরুণ বলে ওঠেন, ,”ভার মে যাও।” তবে এই কটুক্তির কোনোরকম উত্তর দেননি হার্দিক।
দেখুন সেই ভিডিওটি-