জোড়া উইকেট নিতেই অভিষেককে ‘ফ্লাইং কিস’ দিলেন মহিলা ভক্ত, সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও !! 1

গতকাল ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে আলোড়ন সৃষ্টি করেছিলেন তারকা বামহাতি ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। ব্যাট হাতে তিনি কালকে ইংল্যান্ডের ত্রাস ছিলেন। গতকাল টস হেরে প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছিল ভারতীয় দলকে। আর ভারতীয় দলের হয়ে গতকাল ওপেনিং জুটি হিসাবে অভিষেক শর্মা (Abhishek Sharma) ও সঞ্জু স্যামসনকে (Sanju Samson) দেখতে পাওয়া গিয়েছিল। গতকাল ভারতীয় দল বড় রান বানানোর টার্গেট নিয়েই মাঠে নেমেছিল। প্রথম থেকেই ব্যাট ও বলের লড়াই দেখতে পাওয়া যাচ্ছিল দুই দলের মধ্যেই। প্রথম বলে ছক্কা হাঁকিয়ে অসাধারণ সূচনা দিয়েছিলেন সঞ্জু স্যামসন। যদিও আবার একবার তিনি দ্বিতীয় ওভারে শর্ট বলের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন।

ব্যাট হাতে বিশ্ব রেকর্ড করলেন অভিষেক শর্মা

Abhishek sharma, ind vs eng
Abhishek Sharma | Image: Getty Images

ভারতীয় দল প্রথম উইকেট দ্রুত হারালেও থামেননি তিলক ভার্মা (Tilak Varma) ও অভিষেক শর্মা (Abhishek Sharma) দুজনেই। এই ফরম্যাটে ভারতীয় দলের হয়ে দ্বিতীয় দ্রুততম অর্ধ-শতরান গড়লেন অভিষেক শর্মা। সাথে তিনি আবার ৩৭ বলেই তার শতরান পূর্ণ করলেন। বিশ্ব ক্রিকেটে যৌথ ভাবে ৩৫ বলে ডেভিড মিলার (David Miller) এবং রোহিত শর্মা (Rohit Sharma) দ্রুততম শতরান হাঁকিয়েছিলেন। অভিষেক গতকাল মাত্র ৫৪ বলে ৭ টি চার ও ১৩ টি ছক্কায় ১৩৫ রানের বিধ্বংসী ব্যাটিং করেন। অভিষেক তাঁর এই গুরুত্বপূর্ণ ইনিংসের পরেও থেমে থাকেননি।

বল হাতেও তুলে নিলেন জোড়া উইকেট

জোড়া উইকেট নিতেই অভিষেককে ‘ফ্লাইং কিস’ দিলেন মহিলা ভক্ত, সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও !! 2
Abhishek Sharma and Suryakumar Yadav | Image: Getty Images

খাতা-কলমে তিনি একজন অলরাউন্ডার। যে কারণে তাকে দ্বিতীয় ইনিংসে হাত ঘোড়াতেও দেখা গিয়েছিল। অভিষেক শর্মা ইংলিশ ইনিংসে বোলিং করতে এসে এক ওভারে দুই উইকেট তুলে নেন। তার বোলিং দেখে এপ্লিট হয়েছেন এক মহিলা ভক্ত। আসলে, ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা ভক্ত টিভি স্ক্রিনের সামনে দাঁড়িয়ে অভিষেক শর্মার (Abhishek Sharma) বোলিং উপভোগ করছেন এবং তার মাঝে অভিষেক একটি উইকেট তুলে দেন আর অভিষেক উইকেট নিতে দেখে টিভি স্ক্রিনের উপরেই অভিষেকের গালে হাত দিয়ে চুম্বন করেন সেই ভক্ত। সমাজ মাধ্যমে নিমেষে ভাইরাল হয়েছে সেই ভিডিও। গতকাল মাত্র এক ওভার বোলিং করেন অভিষেক এবং ৩ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।

Read Also: Abhishek Sharma: “আশা করি যুবি পাজি খুশি হবেন…” ম্যাচের সেরা হয়ে ‘মেন্টর’কে কৃতজ্ঞতা জানালেন অভিষেক শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *