"ওদের সাথে ছেলেখেলা করছে...", রোহিত-বিরাটকে নিয়ে BCCI'এর সিদ্ধান্তে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় !! 1

ভারতীয় ক্রিকেট দলে খুব দ্রুত একাধিক পরিবর্তন ঘটছে। জাতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) সাম্প্রতিক সময় টেস্ট দলে নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিলকে (Shubman Gill) বেছে নিয়েছিলেন। লাল বলের ক্রিকেট থেকে হঠাৎ করে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) অবসর নিয়ে নেওয়ার ক্ষেত্রেও এই দু’জনের প্রভাব ছিল বলে অনেকেই উল্লেখ করেছিলেন।

লাল বলের ক্রিকেটের পর এবার ওডিআই ক্রিকেট দলে ঘটে গেল বড়ো পরিবর্তন। হিটম্যানকে সরিয়ে শুভমান গিলকে (Shubman Gill) নতুন ওডিআই অধিনায়ক হিসেবে নিয়ে আসা হয়েছে। যা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চর্চা শুরু হয়েছে। সমালোচনায় বিদ্ধ হচ্ছে বিসিসিআইয়ের (BCCI) এই সিদ্ধান্ত।‌

Read More: রোহিত-বিরাটের শেষ সুযোগ, বাদ জাদেজা-শামি, প্রকাশ্যে অস্ট্রালিয়ার বিরুদ্ধে ভারতের ODI স্কোয়াড !!

নতুন ওডিআই অধিনায়ক গিল-

Team india
Shubman Gill | Image: Getty Images

১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার (India vs Australia ODI Series) মাটিতে শুরু হতে চলেছে ৩ ম্যাচের ওডিআই সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) পর আবার‌ও একদিনের ক্রিকেটে কামব্যাক করতে চলেছে ব্লু ব্রিগেডরা। আজ এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। প্রকাশিত দলে রোহিত শর্মা (Rohit Sharma) জায়গা পেলেও তার কাছ থেকে নেতৃত্বের দায়িত্ব ছিনিয়ে নেওয়া হয়েছে। ‌তার বদলে তরুণ তারকা শুভমান গিল (Shubman Gill) পেয়েছেন এই গুরু দায়িত্ব।‌ তাকে আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজে ভারতীয় দলেকে নেতৃত্ব দিতে দেখা যাবে।

সোশ্যাল মিডিয়ায় সমালোচনা-

ভারতীয় দলে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকা কিংবদন্তি ব্যাটসম্যানদের তরুণ ক্রিকেটার গিলের নেতৃত্বে খেলতে দেখা যাবে। ফলে অনেক ক্রিকেটপ্রেমী এই বিষয়টি মেনে নিতে পারছেন না। সাদা বলের ক্রিকেট থেকে রোহিত ও কোহলিকে রীতিমতো অবসর নিতে বাধ্য করছে বিসিসিআই বলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন,“অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে রোহিত ভাই সব কিছু দিয়েছেন। তবুও বিসিসিআই কুকুরের মতো আচরণ করল। এটা হিটম্যানের প্রাপ্য ছিল না।”

একজন ক্রিকেট ভক্ত উল্লেখ করেছেন যে, “যদি বিসিসিআই তোমাদেরকে একদিনের ক্রিকেট থেকে অবসর নিতে বলে তাহলে তোমরা আইপিএলকে বিদায় জানাও। বাইরের দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেল। তারা তোমাদের সঙ্গে ভগবানের মতো আচরণ করবে, যা তোমাদের করা উচিত। প্রমাণ করার মতো নতুন কিছু নেই রোহিত ও বিরাটের কাছে।”

এক সমর্থক রীতিমতো ক্ষুব্ধ হয়ে লিখেছেন, “গৌতম গম্ভীর এবং অজিত আগরকর দুজন জোকার আমাদের ছোটবেলার স্মৃতিগুলোকে রীতিমতো ধ্বংস করে দিচ্ছেন। তারা রীতিমতো রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে অসম্মান করেছেন।” “বিসিসিআইকে (BCCI) টি-টোয়েন্টি ট্রফি এনে দেওয়াই ভুল হয়েছিল রোহিতের।”, বলেও উল্লেখ করছেন অনেকেই।

দেখুন সেই ট্যাইট চিত্র,,

Read Also: BREAKING NEWS: বাদ হার্দিক পান্ডিয়া, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজের দল ঘোষণা ভারতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *