টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) উত্তাপে গরম হচ্ছে ক্রিকেট মহল। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই এই টুর্নামেন্টে জ্বলে উঠবেন তারকা ক্রিকেটাররা। তবে প্রতিটি আইসিসি টুর্নামেন্টে ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan Match) ম্যাচ নিয়ে ভক্তদের মধ্যে সবচেয়ে বেশি উন্মাদনা লক্ষ্য করা যায়। বিশ্বের যেই প্রান্তেই এই দুই দল সম্মুখ সমরে নামুক না কেন স্টেডিয়ামে উপস্থিত থেকে ক্রিকেট ভক্তরা ম্যাচের উন্মাদনা অনেকটাই বাড়িয়ে দেয়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাক মহারণের ম্যাচের টিকিট আসতেই এবার ক্র্যাশ করে গেল ওয়েবসাইট।
Read More: “ডবল হান্ড্রেড দেখছি না অনেকদিন…” রোহিত শর্মাকে ব্যঙ্গ করে ভাইরাল রিতিকা সাজদের স্ট্যাটাস !!
টিকিট নিয়ে উন্মাদনা-

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্ৰুপ পর্বে ভারত এবং পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মুখোমুখি হয়েছিল। এই দেশে ক্রিকেটের জনপ্রিয়তা খুব বেশি না হলেও ভারত পাক ম্যাচের টিকিটের চাহিদা ছিল আকাশ ছোঁয়া। টিকিটের দাম পৌঁছে গিয়েছিল কয়েক লক্ষ টাকায়। তবে এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকা ব্যাটসম্যান নেই। তারপরেও ভারত বনাম পাকিস্তানের ম্যাচ ঘিরে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।
সবচেয়ে বড় বিষয় হল নাম মাত্র মূল্যে পাওয়া যাচ্ছে এই ম্যাচের টিকিট। সম্প্রতি হাইভোল্টেজ ম্যাচের প্রথম পর্বের টিকিট অনলাইনে আসে। তার দাম ছিল প্রতিটি শ্রীলঙ্কান টাকায় ১৫০০ মাত্র। ভারতীয় মুদ্রায় যা ৪৩৯ টাকা। এর ফলে ক্রিকেট ভক্তদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। মুহূর্তেই সমর্থকদের ট্রাফিক জ্যামে ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যায়। চাপ সামলাতে না পেরেই এই বিপত্তি তৈরি হয়। টিকিট কাটতে গিয়ে সমস্যার সম্মুখীন হন অসংখ্য ব্যবহারকারী।
টাকা জমা দেওয়ার প্রক্রিয়ায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। যা নিয়ে অভিযোগ জানিয়েছেন তারা। এইরকম হাইভোল্টেজ ম্যাচে টিকিটের দাম এত কম হওয়ার কারণের বিষয়ে এর আগে আইসিসির (ICC) সিইও সংযোগ গুপ্ত (Sanjog Gupta) বলেছিলেন, “সবাই যাতে টিকিট কেটে খেলা দেখতে পারেন আমরা সেই বিষয়টি নিশ্চিত করতে চাইছি। ক্রিকেটের এই উৎসবে সব ধরনের দর্শককে শামিল করতে চাই আমরা। টিভিতে দূর থেকে দেখে নয় সহজে মাঠে এসে ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন তারা।”
বিশ্বকাপে ভারত-

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিল ভারতীয় দল। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ট্রফি জয় করে ব্লু ব্রিগেডরা। রোহিত শর্মা অধিনায়ক হিসেবে দলকে এই শিরোপা এনে দেন। এই টুর্নামেন্টের পর হিটম্যান এবং বিরাট কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। বর্তমানে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে নতুন করে ২০ ওভারের দল সাজিয়েছে বিসিসিআই (BCCI)। আসন্ন বিশ্বকাপের জন্য এই দলে কামব্যাক করেছেন ঈশান কিষাণ (Ishan Kishan) এবং রিঙ্কু সিং (Rinku Singh)’এর মতো ব্যাটসম্যান। ভারত টুর্নামেন্টের গ্ৰুপ ‘এ’তে পাকিস্তান, নেদারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং নামিবিয়ার সঙ্গে অবস্থান করছে। ভারত বনাম পাকের ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।