পূরণ হলো না কোহলির সেঞ্চুরি, এক সপ্তাহ অনশন করবেন খুদে ‘বিরাট ভক্ত’ !! 1

ভারতীয় দল আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বছরের প্রথম ওডিআই ম্যাচটি খেলতে নেমেছে। রুদ্ধশ্বাস এই ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর খুব কাছে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় দলের তারকা এই ব্যাটসম্যান আবার একবার নিজের দুরন্ত ছন্দ বজায় রাখলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচ থেকে এখনও পর্যন্ত কোহলির ব্যাট থেকে অর্ধশতরানের কম রান আসেনি। প্রথমে ব্যাটিং করতে এসে নিউজিল্যান্ড দল নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০০ রান বানিয়ে ফেলে। যার জবাবে ব্যাটিং করতে এসে ভারতের শুরুটা একটি হলেও চাপের ছিল। একদিকে ফর্মের সন্ধানে থাকা শুভমান গিল (Shubman Gill) গ্যাপ খুঁজতে ব্যর্থ হচ্ছিলেন তো চাপ কমানোর জন্য বড় শট খেলতে গিয়ে উইকেট হারিয়ে ফেলেন রোহিত শর্মা (Rohit Sharma)।

সেঞ্চুরি হাঁকাতে ব্যর্থ কোহলি

কোহলি
Virat Kohli | Image: Twitter

ওপেনিং জুটিতে রোহিত শর্মা ও শুভমান গিলের মধ্যে ৩৯ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। রোহিত ২৯ বলে ২৬ রান বানিয়ে আউট হন। তিনে ব্যাটিং করতে এসে বিরাট কোহলি শুরু থেকেই দুরন্ত ব্যাটিংয়ের নমুনা দেখাতে থাকেন। শুভমান ও বিরাটের মধ্যে দ্বিতীয় উইকেটে ১০৭ বলে ১১৮ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। দুজনের ব্যাট থেকে রান এসেছে। শুভমান ৫৬ রানে আউট হলেও কোহলি তাঁর ছন্দ দেখিয়ে যান। বিরাট অবশ্য শ্রেয়সের সঙ্গে ৭৭ রানের পার্টনারশিপ জোরেন।

৪০ তম ওভারে বোলিংয়ে আসেন কাইল জেমিসন। তার বলে উইকেট হারিয়ে ফেলেন কোহলি। কোহলি আউট হন ৯৩ রানে। ৯১ বলে ৮ টি চার ও একটি ছক্কা ৯৩ রানে দুরন্ত ইনিংস খেলেন কোহলি তবে শতরান হাঁকাতে মাত্র সাত রানের জন্যই ব্যর্থ হয়েছেন তিনি। ৪০ তম ওভার শুরুর আগে টিভি পর্দায় ভেসে উঠেছিল একটি ভক্তের প্ল্যাকার্ড যেখানে বিরাট কোহলির এক ভক্ত লিখে আনেন, “আজ বিরাট কোহলি যদি সেঞ্চুরি না করেন তাহলে আমি এক সপ্তাহ খাবো না।” এই প্ল্যাকার্ডটি সামনে আসার পরই কোহলি আউট হয়ে যান। সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে ভিডিওটি, এক কথায় বলা যায় কোহলি তাঁর ভক্তের মন ভেঙেছেন।

Read Also: নিউজিল্যান্ডের বিপক্ষে ছিটকে গেলেন ঋষভ পান্থ, দলে এন্ট্রি নিলেন ফর্মে থাকা এই তারকা খেলোয়াড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *