experts-pick-favourites-for-ct-2025

আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। আটটি দল অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। তাদের ভাগ করা হয়েছে দু’টি গ্রুপে। প্রথম গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। আর দ্বিতীয় গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের সাথে জায়গা হয়েছে আফগানিস্তানের। করাচীর ন্যাশনাল স্টেডিয়ামে আজ উদ্বোধনী ম্যাচে সম্মুখসমরে দেখা যাবে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে। তিন দশক পর আইসিসি’র কোন বড় টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পিসিবি। করাচীর পাশাপাশি ম্যাচ হবে লাহোর ও রাওয়ালপিন্ডিতে। নিরাপত্তাব্যবস্থা নিয়ে আপত্তি তুলে পাকিস্তানে যেতে অসম্মত হয়েছে টিম ইন্ডিয়া। শুধু তাদের ম্যাচ গুলি সরে গিয়েছে দুবাইতে। ২০১৭তে শেষবার যখন টুর্নামেন্ট আয়োজিত হয়েছিলো তখন ফাইয়ালে ‘মেন ইন ব্লু’কে হারিয়েই বাজিমাত করেছিলো পাকিস্তান। এবার কি তারাই ধরে রাখবে খেতাব নাকি জিতবে অন্য কেউ? লড়াই শুরুর আগে পছন্দ জানালেন একঝাঁক বিশেষজ্ঞ।

Read More: রাঁধুনি না নিয়ে গিয়েও পছন্দের খাবার খেলেন বিরাট, ভাঙলেন বিসিসিআইয়ের নিয়মাবলী !!

সম্ভাব্য জয়ী বাছলেন বিশেষজ্ঞরা-

Bangladesh Cricket Team | CT 2025 | Image: Getty Images
Bangladesh Cricket Team | Image: Getty Images

৯ মার্চ রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ফাইনাল। বাজিমাত করবে কোন পক্ষ? সংবাদসংস্থা ক্রিকবাজের একটি বিশেষ অনুষ্ঠানে মতামত জানিয়েছেন বিশেষজ্ঞরা। সকলকে অবাক করেছে প্রাক্তন টিম ইন্ডিয়া স্পিনার মুরলী কার্তিকের ভবিষ্যদ্বাণী। প্রত্যাশামতই ভারতীয় দলকে টুর্নামেন্টের অন্যতম ‘ফেভারিট’ হিসেবে মেনে নিয়েছেন তিনি। কিন্তু জানিয়েছেন ট্রফি (CT 2025) জয়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশেরও। ইতিপূর্বে একবার চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেলা ছাড়া আইসিসি প্রতিযোগিতায় তেমন কোনো উল্লেখযোগ্য সাফল্য নেই টাইগার্সদের। এমনকি পাকিস্তান-এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও দিনকয়েক আগে শোচনীয় ভাবে হেরেছে নাজমুল হোসেন শান্ত’র দল। তারপরও ঠিক কোন যুক্তিতে বাংলাদেশকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন কার্তিক (Murali Karthik)? প্রশ্নের উত্তরের খোঁজে ক্রিকেটজনতা। সোশ্যাল মিডিয়ায়তে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে ভারতীয় প্রাক্তনীর মন্তব্য ঘিরে।

ইংল্যান্ডকে একদিনের সিরিজে ৩-০ হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) প্রস্তুতি সেরেছে ‘মেন ইন ব্লু।’ ফর্মে রয়েছেন শুভমান গিল, শ্রেয়স আইয়াররা। ছন্দে ফেরার ইঙ্গিত মিলেছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের ব্যাট থেকেও। পেসার জসপ্রীত বুমরাহ’র অনুপস্থিতি সত্ত্বেও ট্রফি জয়ের ক্ষেত্রে ভারতকেই এগিয়ে রেখেছে দীনেশ কার্তিক (Dinesh Karthik), মাইকেল ভন, হর্ষ ভোগলে (Harsha Bhogle), জাহির খান, আর পি সিং’রা। পার্থিব প্যাটেল, রোহন গাওস্কর’ও আগামী ৯ তারিখ ভারত অধিনায়ক রোহিত শর্মা’র হাতেই দেখছেন ট্রফি। অবশ্য ভিন্নমত পোষন করেছেন বীরেন্দ্র শেহবাগ। তাঁর মতে ২০০৬ ও ২০০৮-এর পর তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চলেছে অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্সকে পাচ্ছে না অজি শিবির। নেই হ্যাজেলউড, স্টার্ক, মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন, মার্কাস স্টয়নিসও। তার পরেও বাজিমাত করবে ছয় বারের বিশ্বজয়ীরাই, মত শেহবাগের।

রোহিতের দিকে তাকিয়ে রয়েছেন ক্লার্ক-

Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

অস্ট্রেলীয় প্রাক্তনী মাইকেল ক্লার্ক তাঁর ‘বিয়ন্ড২৩’ পডকাস্টে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) সম্বন্ধে বেশ কিছু চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করেছেন। শেষ চারে যাবে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া, মনে করছেন ২০১৫’র বিশ্বকাপজয়ী অধিনায়ক। যদিও হিসেবে খানিক ভুলচুক করে ফেলেছেন তিনি। ভারত, পাকিস্তান ও কিউইরা একই গ্রুপে থাকায় তিন দলের মধ্যে সর্বোচ্চ দু’টি দলই পা রাখতে পারবে সেমিফাইনালে। ক্লার্ক (Michael Clarke) আরও জানিয়েছেন যে, “আমি অস্ট্রেলিয়ার জন্য প্রার্থনা করছি। আমার মতে ওরা ফাইনাল খেলবে আর সেখানে ভারতের মুখোমুখি হবে। ফাইনালে ভারত হারিয়ে দেবে অস্ট্রেলিয়াকে।” সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন রোহিত শর্মা, মনে করছেন ক্লার্ক। তিনি জানান, “ওকে (রোহিত) বড় রান করতে দেখে ভালো লাগলো। আমার মনে হয় ভারতের ওকে অবশ্যই প্রয়োজন।” ক্লার্কের মতে সর্বোচ্চ উইকেটশিকারী হবেন জোফ্রা আর্চার, টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হবে ট্র্যাভিস হেড।

Also Read: CT 2025 PAK vs NZ Preview: মর্যাদার ম্যাচে জয়ের সন্ধানে পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই সাফল্য চায় কিউইরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *