ক্রিকেটকে বিদায় জানালেন KKR তারকা, মরসুম শুরুর আগেই দুঃসংবাদ ভক্তদের জন্য !! 1

সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন প্রাক্তন কেকেআর (KKR) তারকা শেল্ডন জ্যাকসন (Sheldon Jackson)। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পান নি সৌরাষ্ট্রের তারকা। সাদা বলের ফর্ম্যাটে তাঁর দিন যে ফুরিয়ে আসছে, কুড়ি-বিশের টুর্নামেন্টেই বুঝতে পেরেছিলেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। এই মুহূর্তে চলছে বিজয় হাজারে ট্রফি (BGT)। সেখানেও সৌরাষ্ট্র স্কোয়াডে রয়েছেন বাম হাতি তারকা। প্রতিযোগিতার মাঝপথেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে এলেন তিনি। ২০০৬ সালে লিস্ট-এ ক্রিকেটে অভিষেক হয়েছিলো তাঁর। প্রথমবার টি-২০ খেলেছিলেন ২০০৯ সালে। তাঁর অবসরে সৌরাষ্ট্র ক্রিকেটের একটি বর্ণময় অধ্যায় সমাপ্ত হলো বলে মনে করছে ক্রিকেটমহল।

Read More: অস্ট্রেলিয়াতেই অবসান গম্ভীর জমানার, কোচের দায়িত্ব পাচ্ছেন এই কিংবদন্তি !!

সাদা বল’কে বিদায় জানালেন শেল্ডন-

Sheldon Jackson | Image: Twitter
Sheldon Jackson | Image: Twitter

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের বিষয়ে মুখ খুলেছেন শেল্ডন (Sheldon Jackson)। বলেন, “এটা নিয়ে এই টুর্নামেন্টের আগে থেকেই ভাবছিলাম। প্রতিটা ম্যাচ ধরে এগোচ্ছিলাম। পাঞ্জাব ম্যাচের আগে আমি দলের সাথে কথা বলি। ওরা চেয়েছিলো আমি মাঠে খেলেই বিদায় নিই।” সতীর্থদের ধন্যবাদ জানাতে ভোলেন নি শেল্ডন। “ওরা আমার জন্য যা করেছে তা প্রশংসার দাবী রাখে। আমি কৃতজ্ঞ ওদের কাছে।” প্রথম শ্রেণির ক্রিকেট আরও কিছুদিন খেলবেন, জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারে বলেন, “আপাতত দলকে নক-আউটে তোলার চেষ্টা করব। রাস্তাটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। দুটো ম্যাচের পর লাল বলের ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করবো।”

কেরিয়ারে আর ‘উন্নতি’র সুযোগ নেই। বুঝতে পেরেছিলেন শেল্ডন (Sheldon Jackson)। তাই নতুন প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত, জানিয়েছেন বাম হাতি ব্যাটার। “যেভাবে সৌরাষ্ট্রের তরুণ তুর্কিরা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলছিলো, আমি বুঝতেই পেরেছিলাম যে আমার সময় শেষ হয়ে এসেছে। কারও জায়গা আটকে রাখা আমার উচিৎ হবে না বলেই মনে হয়েছিলো। ৩৭-৩৮ বছর বয়সে এসে যদি আমি ৫০০০ রান’ও করি তাহলেও জাতীয় দলের ভাবনায় আমি থাকবো না। যদি দশবার শূন্য করেও আউট হই তাহলে কি আর হবে? বড়জোড় রাজ্য দল থেকে বাদ পড়ে যাবো। কেরিয়ারে আর উন্নতির কোনো জায়গা ছিলো না। কি প্রয়োজন আমার এমন উদ্দেশ্যহীন কেরিয়ারকে টেনে নিয়ে গিয়ে?”

সরে দাঁড়ালেন KKR প্রাক্তনী-

Sheldon Jackson in KKR Jersey | Image: Twitter
Sheldon Jackson in KKR Jersey | Image: Twitter

চিন্তাভাবনা করেই সাদা বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, স্পষ্ট করেছেন শেল্ডন জ্যাকসন (Sheldon Jackson)। “আমি জয়দেব শাহ’কে (সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট, বর্তমানে ভারতীয় দলের ম্যানেজার হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়াতে) ফোন করে কথা বলি। তারপর আমাদের অধিনায়ক (জয়দেব উনাদকাট) ও কোচকে (নীরজ ওয়েদ্রা) জানাই।” কেরিয়ারের শেষ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে রান পান নি শেল্ডন (Sheldon Jackson)। ফেরেন ১৩ করে। সৌরাষ্ট্রের ব্যাটার লিস্ট-এ কেরিয়ারে ৮৪ ম্যাচে ৩৬.২৫ করেছেন ২৭৯২ রান। শতরানের সংখ্যা ৯, অর্ধশতক ১৪টি। ২০২২-এ জিতেছিলেন বিজয় হাজারে ট্রফি। ফাইনালে ১৩৩ রানের দুর্ধর্ষ ইনিংসও খেলেছিলেন তিনি। টি-২০তে ৮৪ ম্যাচে প্রায় ২৮ গড়ে করেছেন ১৮১২ রান। রয়েছে ১টি শতরান, ১১টি অর্ধশতক। আইপিএলে নাইটদের (KKR) হয়ে ৯ ম্যাচে ৬১ করেছেন তিনি।

Also Read: কর্মচারীদের টাকা নয়ছয় করলেন প্রাক্তন KKR তারকা, গ্রেফতারি পরোয়ানা হয়েছে জারি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *