ex-kkr-spinner-allah-ghaznafar-dismantles-bangladesh

বাংলাদেশের বেহাল দশা স্পষ্ট আরও একবার। ভারত ও দক্ষিণ আফ্রিকার পর এবার আফগানিস্তানের বিরুদ্ধেও নাস্তানাবুদ হলেন টাইগাররা। তাদের গুঁড়িয়ে দিলেন এক KKR প্রাক্তনী। সংযুক্ত আরব আমিরশাহীতে গতকাল আফগানদের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন হাসমাতুল্লাহ শাহিদী (Hasmatullah Shahidi)। রহমাতুল্লাহ গুরবাজ, আজমাতুল্লাহ ওমরজাইয়ের মত তারকারা রান পান নি। তা সত্ত্বেও ৪৯.৪ ওভারে ২৩৫ রান স্কোরবোর্ডে যোগ করে  আফগানিস্তান। অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদী করেন ৫২ রান। বুড়ো ঘোড়া মহম্মদ নবি’র (Mohammad Nabi) ব্যাট থেকে আসে দুর্দান্ত ৮৪ রানের ইনিংস। লোয়ার অর্ডারে নাঙ্গিয়েলিয়া খারোটেও খেলেন কার্যকরী ২৭* রানের ইনিংস। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ কেঁপে গেলো আফগানিস্তানের স্পিনের বিরুদ্ধে। রশিদ, নবি’দের ছাপিয়ে নায়ক হলেন আল্লাহ্‌ গজনফর (Allah Ghaznafar)।

Read More: IND vs SA: সিরিজ শুরুর দুই দিন আগে বদলে গেলো ভারতীয় স্কোয়াড, সুযোগ পেলেন তরুণ ক্রিকেটার !!

KKR প্রাক্তনীর ঘূর্ণিতে মাত বাংলাদেশ-

Allah Ghaznafar | KKR | Image: Getty Images
Allah Ghaznafar | Image: Getty Images

মিনি অকশন থেকে আফগানিস্তান তারকা মুজিব উর রহমানকে দলে সামিল করেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু মাঠে নামতে পারেন নি তিনি। ফলে তাঁর বিকল্প হিসেবে তরুণ স্পিনার আল্লাহ্‌ গজনফরকে শেষ মুহূর্তে দলে সামিল করা হয়। সুনীল নারাইন (Sunil Narine), বরুণ চক্রবর্তীদের (Varun Chakravarthy) সরিয়ে প্রথম একাদশে জায়গা পান নি তিনি। গোটা মরসুমটাই কেটেছে রিজার্ভ বেঞ্চে। সেই আল্লাহ্‌’ই গতকাল শারজা’র বাইশ গজে ত্রাস হয়ে উঠলেন বাংলাদেশের জন্য। পাওয়ার প্লে’তেই আঠারো বর্ষীয় স্পিনারের হাতে বল তুলে দিয়েছিলেন হাসমাতুল্লাহ শাহিদী। চতুর্থ ওভারের প্রথম বলেই তানজিদ হাসান তামিম’কে আউট করেন আল্লাহ গজনফর। এরপর জুটি গড়েছিলেন সৌম্য সরকার (Soumya Sarkar) ও নাজমুল হোসেন শান্ত। ১২তম ওভারে সেই পার্টনারশিপ ভাঙেন পেস বোলিং অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাই।

বাংলাদেশ ইনিংসের মাঝপথে আক্রমণে ফেরানো হয় প্রাক্তন কেকেআর (KKR) তারকাকে। অধিনায়ককে হতাশ করেন নি আল্লাহ্‌ (Allah Ghaznafar)। তিনি মেহদী হাসান মিরাজকে ফিরিয়ে টাইগারদের চাপের মুখে ঠেলে দেন। তারপর দ্রুত ফিরিয়ে দেন মুশফিকুর রহিম, রিশাদ হোসেন, তাস্কিন আহমেদ ও শরিফুল ইসলাম’কে। শেষ চার ব্যাটারের মধ্যে কাউকেও দশের গণ্ডী টপকানোর সুযোগটুকু দেন নি তিনি। আল্লাহ্‌ গজনফরের (Allah Ghaznafar) দাপটে ১৪৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। মাত্র ৬.৩ ওভারে ২৬ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে আফগানিস্তানকে ৯২ রানের ব্যবধানে বিশাল জয় এনে দেন তিনি। বল হাতে চেনা ছন্দে পাওয়া গিয়েছে রশিদ খান’কেও। ৮ ওভারে ২৮ রানের বিনিময়ে ২ উইকেট তাঁর। একটি করে উইকেট পেয়েছেন মহম্মদ নবি ও আজমাতুল্লাহ ওমরজাই।

নিলামে অংশ নেবেন গজনফর-

IPL Auction | Image: Twitter
IPL Auction | Image: Twitter

কেকেআরের (KKR) হয়ে একটি ম্যাচেও মাঠে নামতে পারেন নি আল্লাহ্‌ গজনফর (Allah Ghaznafar)। তাঁকে রিটেন করার ঝুঁকিও নেয় নি ২০২৪-এর চ্যাম্পিয়নরা। ২০২৫-এর টুর্নামেন্টে নতুন দলের সন্ধানে মেগা নিলামে অংশ নিতে দেখা যাবে তাঁকে। বাংলাদেশের বিরুদ্ধে এই দুর্দান্ত পারফর্ম্যান্সের পর তাঁর নাম একাধিক ফ্র্যাঞ্চাইজির ‘ওয়ান্টেড’ তালিকায় উঠে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী ২৩ ও ২৪ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসতে চলেছে আইপিএলের (IPL) মেগা নিলামের আসর। বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে যে মোট ১৫৭৪ জন ক্রিকেটার ভাগ্য অন্বেষণের লক্ষ্যে নাম নথিভুক্ত করিয়েছেন। এর মধ্যে ক্যাপড ক্রিকেটারের সংখ্যা ২৭২। ও আত্মর্জাতিক অভিজ্ঞতাহীন ক্রিকেটারের সংখ্যা ১২২৪। আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে ১১১৭ জন ভারতীয় ও ১০৭ জন বিদেশী। অ্যাসোসিয়েট দেশগুলি থেকেও ৩০ জন নাম লিখিয়েছেন অকশনে।

Also Read: নিলামের আগেই বড় সিদ্ধান্ত প্রীতি জিন্টার, ঋষভ পন্থের জন্য করতে চলেছেন কোটি টাকার বৃষ্টি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *