IPL 2025: ভাগ্য খুলছে এই প্রাক্তন KKR তারকার, পাচ্ছেন দলের দায়িত্ব !! 1

কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025)। বিশ্ব ক্রিকেটের নজর থাকবে এই লীগের উপর। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগেই ভাগ্য খুলছে প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের তারকা ক্রিকেটারের। ২০২৫ আইপিএলের জন্য মেগা নিলামের আয়োজন করেছিল আইপিএল কর্তৃপক্ষ। যে কারণে একাধিক খেলোয়াড়ের দলবদল হয়েছে। গত মৌসুমের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স এবছর বেশ কয়েকজন খেলোয়াড়কে মুক্তি দিয়েছে। এমনকি নিলামের মঞ্চ থেকেও তাদেরকে দলে সামিল করতে ব্যর্থ হয়েছে। তারই মধ্যে ভাগ্য খুলেছে এক প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স খেলোয়াড়ের। খুব শীঘ্রই জাতীয় দলের অধিনায়ক হিসেবে পাবেন সুযোগ।

ক্যাপ্টেন্সি ছাড়লেন বাটলার

Jos Buttler, ipl 2024, champions trophy 2025
Jos Buttler | Image: Getty Images

ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের সমাপ্ত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) অভিযান। একমাত্র দল হিসেবে কোন পয়েন্ট ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিতে হলো ইংল্যান্ডকে। বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল এভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ থেকে ছিটকে গেল তা দেখে অবাক ক্রিকেটপ্রেমীরা। বিগত কয়েক মাস ধরে ইংল্যান্ড দল যেভাবে ক্রিকেট খেলেছে তা সত্যিই অতি জঘন্য। ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে পরাজিত হয়েছিল ইংল্যান্ড এরপর ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। পরস্পর দুই সিরিজে পরাজয়ের পর কিছুটা হলেও আত্মবিশ্বাস হারিয়েছিল ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। অজিদের বিরুদ্ধে ৩৫২ রানের লক্ষমাত্রা দিয়েও হারতে হয়েছে ইংল্যান্ডকে।

Read More: IPL 2025: দুই জন অধিনায়ককে নিয়ে আইপিএলে নামতে চলছে KKR, রাহানের সঙ্গে এই তারকা দেবেন টক্কর !!

ভাগ্য খুললো প্রাক্তন KKR তারকার

Phil Salt,ipl 2025,kkr
Philip Salt | Image: Getty Images

দলের এই পরিস্থিতি দেখে অধিনায়কত্ব থেকে নাম তুলে নিয়েছেন জস বাটলার (Jos Buttler)। শেষবারের মতন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিলেন তারকা খেলোয়াড়। এবার নতুন অধিনায়কের খোঁজ করতে চলেছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। প্রসঙ্গত ইয়ন মর্গান (Eoin।Morgan) ইংল্যান্ড দলের নেতৃত্বের দায়িত্ব ছাড়ার পর জস বাটলারকে ইংল্যান্ড দলের অধিনায়ক হিসেবে গণ্য করা হয়েছিল। বাটলারের নেতৃত্বে ২০২২ সালে ইংল্যান্ড দল টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়লাভ করেছিল। তবে বিগত কয়েক মাস ধরেই দলগতভাবে প্রদর্শন দেখাতে ব্যর্থ হয়েছে ইংল্যান্ড। আর সেই ব্যর্থতা মাথা পেতে নিয়েছেন ক্যাপ্টেন বাটলার। অধিনায়কত্ব ছেড়ে দিয়ে নিজের ব্যাটিং এর উপরেই নজর দিতে চাইছেন তিনি। সূত্রের খবর ইংল্যান্ড দলের নতুন অধিনায়ক হতে চলেছেন প্রাক্তন নাইট রাইডার্স দলের খেলোয়াড়। ২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে ইংল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান ফিলিপ সল্ট (Philip Salt) দুর্দান্ত ভূমিকা পালন করেছিলেন। এবার তাকে ইংল্যান্ড দলের নতুন ক্যাপ্টেন হিসেবে দেখতে পাওয়া যেতে পারে। আগেও তিনি টি-টোয়েন্টি ফরমেটে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিয়েছেন।

Read Also: IPL 2025 শুরুর আগেই আলোচনায় গুজরাটের তারকা, ছাড়লেন দলের অধিনায়কত্ব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *