eoin-morgan-set-to-be-new-kkr-coach

২০২৫-এর আইপিএলে (IPL) চূড়ান্ত হতাশ করেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নেমেছিলো তারা। কিন্তু এবার প্লে-অফের যোগ্যতাটুকু অর্জন করতে পারে নি ‘সিটি অফ জয়’-এর ফ্র্যাঞ্চাইজি। ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৫টিতে জিততে পেরেছিলো তারা। দু’টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় জুটেছিলো আরও ২ পয়েন্ট। বাকি ৭ ম্যাচে হেরেই মাঠ ছেড়েছিলেন সুনীল নারাইন (Sunil Narine), আন্দ্রে রাসেলরা (Andre Russell)। লীগ তালিকায় কলকাতা শেষ করেছিলো অষ্টম স্থানে। এই হতশ্রী পারফর্ম্যান্সের পর ঘুরে দাঁড়াতে হলে বড়সড় রদবদল যে প্রয়োজন, তা মরসুম শেষেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। কেকেআর টিম ম্যানেজমেন্ট সেই রদবদলের শুরুটা করেছে কোচ’কে সরিয়ে। ২০২৩ থেকে তিন মরসুম দায়িত্ব সামলানোর পর সরতে হয়েছে চন্দ্রকান্ত পণ্ডিতকে।

Read More: অবসর ভাঙলেন তারকা ক্রিকেটার, পাকিস্তানের বিরুদ্ধে ফিরছেন মাঠে !!

নতুন কোচ হচ্ছেন ইওন মর্গ্যান ?

Eoin Morgan | KKR | Image: Twitter
Eoin Morgan | KKR | Image: Twitter

২০২৩-এ নাইট (KKR) শিবিরে প্রথমবার পা রেখেছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit)। প্রথম মরসুমে তাঁর প্রশিক্ষনে বিশেষ সুবিধা করতে পারে নি কলকাতা। বরং পণ্ডিতের ‘মিলিটারি শাসন’-এ কার্যত বিদ্রোহই করে বসেছিলেন বেশ কয়েকজন বিদেশী তারকা। তাঁর বিরুদ্ধে সংবাদমাধ্যমে মুখও খুলেছিলেন ডেভিড উইসের মত কেউ কেউ। পরিস্থিতি বদলায় ২০২৪-এ। মেন্টর হিসেবে নাইট (KKR) শিবির নিয়োগ করে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। অধিনায়ক হিসেবে ফ্র্যাঞ্চাইজিকে জোড়া ট্রফি দিয়েছিলেন দিল্লীর তারকা। মেন্টর হিসেবেও সাফল্য এনে দেন তিনি। কোচ পণ্ডিতের সাথে জুটি বেঁধেই কলকাতাকে উপহার দেন তৃতীয় আইপিএল (IPL)। তবে ভারতীয় দলের কোচিং-এর ডাক পাওয়ার পর গম্ভীর কেকেআর ছাড়তেই ফের ব্যর্থতা গ্রাস করে ফ্র্যাঞ্চাইজিকে। ফলশ্রুতি ২০২৫-এর হতাশাজনক পারফর্ম্যান্স।

পণ্ডিতের দলগঠন, স্ট্র্যাটেজি নির্মাণ নিয়ে অষ্টাদশতম মরসুম জুড়ে প্রশ্ন উঠেছিলো। শ্রেয়স আইয়ার, মিচেল স্টার্ক, ফিল সল্টদের মত ম্যাচ উইনারদের কেন ছেড়ে দেওয়া হলো? জবাবদিহি চেয়েছিলেন সমর্থকেরা। দেওয়াল লিখন সম্ভবত পড়তে পেরেছিলেন চন্দ্রকান্ত (Chandrakant Pandit)। তাই জুলাইয়ের ২৯ তারিখ ইস্তফা দেন তিনি। তাঁর বিদায়ের পর এখনও শূন্যই রয়েছে নাইটদের (KKR) কোচের আসন। আগামী ডিসেম্বরে রয়েছে মিনি নিলাম। তার আগেই নতুন কাউকে নিয়োগ করতে হবে ভেঙ্কি মাইশোর, শাহরুখ খানদের। ক্রিকেটমহলের অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছে যে নাইটদের পরবর্তী প্রশিক্ষক হওয়ার দৌড়ে এগিয়ে ইওন মর্গ্যান (Eoin Morgan)। দুই দফা মিলিয়ে চার বছর কলকাতায় খেলেছেন তিনি। তাঁর নেতৃত্বে ২০২১-এ ফাইনালও খেলেছে ফ্র্যাঞ্চাইজি। কোচ হিসেবেও তিনি সাফল্য এনে দেবেন, আশাবাদী কর্তারা।

KKR পারে নি, তবে পারলো TKR-

Trinbago Knight Riders | Image: Getty Images
Trinbago Knight Riders | Image: Getty Images

আইপিএলে সাফল্য পায় নি কলকাতা নাইট রাইডার্স (KKR)। মুখ থুবড়ে পড়েছিলো তারা। তবে শাহরুখ খানের মালিকানাধীন ট্রিনবাগো নাইট রাইডার্স (TKR) কিন্তু বাজিমাত করলো ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের আসরে। আজ প্রভিডেন্স স্টেডিয়ামে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৩ উইকেটে হারিয়ে ট্রফি ঘরে তুললো নিকোলাস পুরানের দল। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ওয়ারিয়র্স’রা (GAW)। সৌরভ নেত্রাভালকার, আকেল হোসেন, উসমান তারিকদের সৌজন্যে ১৩০-এর বেশী এগোতে পারে নি তারা। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে নাইট শিবির। কলিন মুনরো, অ্যালেক্স হেলস, সুনীল নারাইন, কিয়েরণ পোলার্ড- ব্যাট হাতে সাফল্যে অবদান রাখেন সকলেই। এই নিয়ে পাঁচ বার সিপিএল খেতাব জিতলো ট্রিনবাগো নাইট রাইডার্স (TKR)। প্রতিযোগিতার সফলতম দল তারাই।

Also Read: বাদ বুমরাহ, পরিবর্তন মিডল অর্ডারে, বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রথম একাদশ প্রকাশ্যে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *