চাকরি হারাচ্ছেন চন্দ্রকান্ত পন্ডিত, ইয়ন মরগানের হাতেই তুলে দেওয়া হচ্ছে KKR’এর নতুন প্রধান কোচের দায়িত্ব !! 1

চলতি আইপিএল ২০২৫’এর মঞ্চে কলকাতা নাইট রাইডার্সের (KKR) ব্যাটিং ব্যার্থতার ফলে একেরপর এক ম্যাচে পরাজয়ের মুখোমুখি পড়তে হচ্ছে। নাইট রাইডার্স তাদের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিল। বৃষ্টির কারণে ম্যাচের পরিসমাপ্তি হয়নি। এবারের আইপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসের অন্যতম সফল দল হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে বিবেচনা করা হয় তবে এই আইপিএলে কলকাতার পারফরম্যান্স এতটাই খারাপ যে প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে ছাঁটাই করতে চাইছে নাইট ভক্তরা।

চাকরি হারাচ্ছেন চন্দ্রকান্ত পন্ডিত

Ipl 2025, kkr
Chandrakant Pandit | Image: Getty Images

সূত্রের খবর, নাইট রাইডার্স দলের অফিসিয়ালরা চন্দ্রকান্ত পন্ডিতের কোচিংয়ে খুশি নন। খুব শীঘ্রই তাকে ছাঁটাই করতে চলেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। জানা গিয়েছে, প্রাক্তন ইংলিশ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগানকে (Eoin Morgan) কেকেআর দলের নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হবে। কলকাতা নাইট রাইডার্স দল ২০২১ সালে মরগানের নেতৃত্বে আইপিএল ফাইনালে পৌঁছেছিল। ওই মৌসুমেও কলকাতাকে প্লে-অফে কোয়ালিফাই করার জন্য শেষ ৫ ম্যাচের মধ্যে ৫টি ম্যাচই জিততে হতো। নাইট রাইডার্স (KKR) পরস্পর ম্যাচ গুলো জিতে ফাইনালেও পৌঁছে গিয়েছিল। এবার সেই মরগানকেই কোচ হিসেবে পেতে চাইছে কেকেআর ভক্তরা।

Read More: “সব অকর্ম, অদক্ষ সেনা..”, কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় ভারতকে অপমান করলেন পাক ক্রিকেটার শহীদ আফ্রিদি !!

কলকাতা নাইট রাইডার্সের প্রদর্শন নিয়ে খুশি নন মরগান। সদ্য ভারতীয় দলের সহকারী কোচের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর কেকেআর নায়ারকে দলে ফিরিয়ে আনার জন্য দ্রুত পদক্ষেপ নেয়। গত সপ্তাহে “ঘরে ফেরার” পর থেকে, প্রাক্তন মুম্বাই অলরাউন্ডার দলের প্রশিক্ষণ সেশনে বেশ কার্যকর হয়ে উঠেছেন। আনুষ্ঠানিক ভাবে তাকে কেকেআর সহকারী কোচের পদে নিয়োগ করেছে। এছাড়াও, যদি নাটকীয় পরিবর্তন না আসে, তাহলে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কল্যাটা নাইট রাইডার্স দলের প্রধান কোচ হিসেবে ইয়ন মরগানের নাম শোনা যেতে পারে। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে, ২০১৯ সালে ওডিআই বিশ্বকাপ জয় করেছিলেন।

গুরুদায়িত্ব পাচ্ছেন মরগান

Kkr
Eoin Morgan | Image: Getty Images

এমনকি ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘কার্লোস ব্রেথওয়েট’ সামনে না আসলে হয়তো দুটি বিশ্বকাপ জেতা একমাত্র ইংলিশ অধিনায়ক হয়ে যেতেন তিনি। এমনকি তার নেতৃত্বে ২০২১ সালে এক অসাধারণ প্রত্যাবর্তন হয়েছিল কেকেআরের। এমনকি প্রাক্তন ইংলিশ অধিনায়ক মরগান এখনও কেকেআরকে “আমার দল” বলে আখ্যা দিয়েছেন। সূত্রের খবর, ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্টের সাথে তার সম্পর্ক চমৎকার। মৌসুমের মাঝে প্রধান কোচ পরিবর্তন সম্ভব নয়, তাই কলকাতা নাইট রাইডার্স পরবর্তী মরশুমে মরগানকে প্রধান কোচ হিসেবে বিবেচনা করতে পারে।

READ ALSO: চলতি আইপিএলেই বদলে যাচ্ছে KKR’এর হেড কোচ, অভিষেক নায়ার পাচ্ছেন এই গুরু দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *