IPL 2025: KKR দল থেকে ছাঁটাই হচ্ছে চন্দ্রকান্ত পন্ডিতের, হেড কোচ রূপে এন্ট্রি নিচ্ছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক !! 1

IPL 2025: এই বছর আইপিএলের মেগা নিলামের পরে প্রতিটি ফ্রাঞ্চাইজি দলগুলির মধ্যে পরিবর্তন ঘটেছে। গত বছরের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স‌ও (KKR) শক্তিশালী একাদশ নিয়ে যাত্রা শুরু করে। চলতি আইপিএলেও আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে নাইট বাহিনী সমর্থকদের মনে আশা জাগিয়েছিল। কিন্তু একের পর এক ম্যাচে হেরে বর্তমানে শেষ চারের লড়াই থেকে ছিটকে গেছে কেকেআর (KKR)। ফলে বর্তমানে সমালোচনার মুখে পড়েছে কলকাতা। পরবর্তী টুর্নামেন্টে কামব্যাক করার জন্যেও প্রস্তুতি শুরু করে দিয়েছেন কর্মকর্তারা। দলের প্রাক্তন তারকা এবার প্রধান কোচের দায়িত্বে আসতে চলেছেন বলে খবর সামনে এলো।

Read More: ভারতের নতুন এই টেস্ট অধিনায়কের নাম প্রকাশ শুধু সময়ের অপেক্ষা, জাতীয় নির্বাচকদের পছন্দে এগিয়ে তিনি !!

কলকাতার দায়িত্বে বিশ্বকাপ জয়ী অধিনায়ক-

IPL 2025: KKR দল থেকে ছাঁটাই হচ্ছে চন্দ্রকান্ত পন্ডিতের, হেড কোচ রূপে এন্ট্রি নিচ্ছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক !! 2
Eoin Morgan | Images: Getty Images

চলতি আইপিএলে (IPL 2025) ১৩ ম্যাচের মধ‌্যে ৬ ম্যাচে হারের সম্মুখীন হয়ে বর্তমানে প্লে অফের দৌড়ে থেকে ছিটকে গেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। গত বছর মেন্টর গৌতম গম্ভীরের (Gautam Gambhir) তত্ত্বাবধানে নাইট বাহিনী ট্রফি জয় করেছিল। কিন্তু এই বছর দলে ক্রিকেটারদের মধ্যে সেইভাবে সামঞ্জস্য লক্ষ্য করা যাচ্ছে না। দলের কৌশল সঠিকভাবে তৈরি করতে ব্যর্থ হয়েছেন প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিত (Chandrakant Pandit)। ফলে আগামী মরসুমের প্রস্তুতি হিসেবে নতুন প্রধান কোচ নিয়োগ করার জন্য ইতিমধ্যেই নাইট কর্মকর্তারা মাঠে নেমে পড়েছেন। একাধিক নাম নিয়ে আলোচনা হলেও সূত্র অনুযায়ী এই গুরুত্বপূর্ণ পদের জন্য বর্তমানে ইয়ন মর্গ্যান (Eoin Morgan) অনেকটাই এগিয়ে আছেন। ইংল্যান্ডের এই প্রাক্তন বিশ্বকাপ জয়ী তারকাকে আবার কেকেআরের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

নাইট জার্সিতে সফল মর্গ্যান-

IPL 2025: KKR দল থেকে ছাঁটাই হচ্ছে চন্দ্রকান্ত পন্ডিতের, হেড কোচ রূপে এন্ট্রি নিচ্ছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক !! 3
Eoin Morgan | Images: Getty Images

২০১৯ একদিনের বিশ্বকাপে‌ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এই দলকে নেতৃত্ব দিয়েছেন ইয়ন মর্গ্যান (Eoin Morgan)। এছাড়াও ২০১৬ সালে এই তারকার নেতৃত্বে ইংলিশ বাহিনী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছিল। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে আইপিএলে অংশগ্রহণ করে নিজের গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন মর্গ্যান (Eoin Morgan)। এই ইংলিশ তারকার নেতৃত্বে ২০২১ সালে আইপিএলের ফাইনালে জায়গা করে নিয়েছিল নাইট বাহিনী। ফলে বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক কলকাতার দায়িত্ব নিলে দল নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।‌ অন্যদিকে সূত্র অনুযায়ী কেকেআরের মেন্টর ডোয়াইন ব্রাভোর (Dwayne Bravo) ভূমিকা নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠেছে। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দায়িত্বে এসে এই ক্যারিবিয়ান তারকা দলের হয়ে গুরুত্বপূর্ণ সময়‌ ভরসা দিতে ব্যর্থ হয়েছেন। ফলে চন্দ্রকান্ত পন্ডিতের (Chandrakant Pandit) সঙ্গে ডোয়াইন ব্রাভো‌কেও সরিয়ে পারে কর্মকর্তারা।

Read Also: IPL 2025: “দলটাই বানাতে পারে নি ওরা…” ব্যর্থতার সম্পূর্ণ দায় KKR ম্যানেজমেন্টের কাঁধেই চাপালেন অ্যারন ফিঞ্চ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *