বাদ পড়লেন উড, এন্ট্রি নিলেন জো রুট, প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের প্রথম ওডিআই ম্যাচের একাদশ !! 1

আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত ও ইংল্যান্ডের (IND vs ENG) ওডিআই সিরিজ। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের কাছে ৪-১ ব্যাবধানে পরাজিত হয়েছে ইংল্যান্ড দল। এবার পালা ওডিআই ফরম্যাটে ভারতের থেকে বদলা নেওয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে দীর্ঘ সময় বাদেই ভারতীয় দল ঘরের মাঠে ওডিআই সিরিজ খেলছে। দুই দল এর আগে ২০২৩ সালে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল, যেখানে ব্যাট হাতে রোহিত শর্মা (Rohit Sharma) ইংলিশ দলের ত্রাস হয়ে উঠেছিলেন। টি-টোয়েন্টি ফরম্যাট হারের পর ইংল্যান্ড দল চাইবে ভারতীয় দলের বিরুদ্ধে একটি ইতিবাচক সূচনা দিতে। টি-টোয়েন্টি দলে খেলা বেশিরভাগ খেলোয়াড়দের ওডিআই ফরম্যাটে খেলতে দেখা যাবে।

দলে ফিরলেন জো রুট

Ind vs eng
Joe Root | Image: Getty Images

ইংলিশ দল ইতিমধ্যেই তাদের একাদশ প্রকাশ করেছে। একাদশে সুযোগ পেয়েছেন জো রুট (Joe Root)। সদ্য দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি ফরম্যাট খেলে ওডিআই ফরম্যাট খেলতে ভারতে এসেছেন তিনি। প্রথম ওডিআই ম্যাচে তিনি সুযোগ পেতেই ইংল্যান্ড দল আরও শক্তিশালী হয়ে উঠলো। ভারতের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ওপেনিং করতে দেখা যাবে বেন ডাকেট (Ben Duckett) ও ফিল সল্টকে (Philip Salt)। তিনে নামবেন জো রুট (Joe Root), চারে থাকছেন হ্যারি ব্রুক (Harry Brook)। পাকিস্তানের মাটিতে গত দুই মাস আগেই আলোড়ন সৃষ্টি করেছিলেন দুজন। ভারতের বিরুদ্ধে দুজনের ফর্ম বেশ কার্যকরী হতে পারে।

Read More: IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজের দল ঘোষণা ভারতের, সুযোগ পেলেন ৫ ব্যাটার, ৪ অলরাউন্ডার, ২ উইকেটরক্ষক !!

বাদ পড়লেন মার্ক উড

Abhishek sharma
Mark Wood | Image: Getty Images

অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone)। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বেশ ভালো প্রদর্শন দেখিয়েছিলেন তিনি। ওডিআই সিরিজে লিভিংস্টোন ইংল্যান্ডের শক্তি প্রদর্শনের মূল অঙ্গ হয়ে উঠতে পারেন। ছয়ে আসবেন ক্যাপ্টেন জস বাটলার (Jos Buttler)। ক্যাপ্টেন বাটলার আগাগোড়াই ভারতের বিরুদ্ধে ভালো খেলেন এবং এদিনও চাইবেন নিজের সেরা ফর্ম দেখাতে। টি-টোয়েন্টি সিরিজে ফর্ম দেখানো ব্রাইডন কার্সকে দেখা যাবে। এছাড়া জেকব বেথেল, জোফরা আর্চার, আদিল রশিদ ও সাকিব মাহমুদকে প্রথম ওডিআই খেলতে দেখতে পাওয়া যাবে।

ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের প্রথম ওডিআই ম্যাচের একাদশ

বেন ডাকেট, ফিল সল্ট, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেকব বেথেল, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ।

Read Also: IND vs ENG 1st ODI Preview: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ছক সাজানোই লক্ষ্য ভারতের, টি-২০’র ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চায় ইংল্যান্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *