ইংল্যান্ড বনাম ভারত ২০১৮ঃ সিরিজ হারের পর রবি শাস্ত্রীকে বহিষ্কারের দাবি টুইটারে ভারতীয় ভক্তদের 1
Getty Images

ভারতের বর্তমান কোচ রবি শাস্ত্রীর বহিষ্কারের দাবিতে আরও একবার টুইটারে ঝড় উঠেছে। ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ হার কোন ভাবেই মেনে নিতে পারছে না ভারতীয় ক্রিকেট ভক্তরা। আর সিরিজ হারের পেছনে তারা দায়ী করছেন রবি শাস্ত্রীকে। তারা দলে অনিল কুম্বলের মত কোচ চাচ্ছেন যার আমলে অনেক সফলতা পেয়েছিল ভারতব দল।

ভারতীয় ক্রিকেট ভক্তরা ভারত দলের বর্তমান পারফরমেন্সে এক্টুও খুশি হতে পারছে না। তাই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এর কাছে তাদের দাবি এখন একটাই আর তা হচ্ছে রবি শাস্ত্রীকে তাঁর পদ থেকে বহিষ্কার করা।

ইংল্যান্ড বনাম ভারত ২০১৮ঃ সিরিজ হারের পর রবি শাস্ত্রীকে বহিষ্কারের দাবি টুইটারে ভারতীয় ভক্তদের 2
Getty Images

এদিকে, আগের কোচ অনীল কুম্বলের আমলে অনেক সফলতা পেয়েছিল ভারত দল। দেশের মাটিতে সবগুলো দলকে খুব সহজেই হারিয়েছিল ভারত এবং এরপর ইংল্যান্ডের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছিল। তবে এই টুর্নামেন্টের পরেই কুম্বলে ও অধিনায়ক বিরাট কোহলির মধ্যে বিভিন্ন ব্যক্তিগত সমস্যার ব্যাপারে গুঞ্জন ছড়ায় ক্রিকেট পাড়ায়। পরবর্তীতে কুম্বলের জায়গায় রবি শাস্ত্রী কোচ হওয়ার মাধ্যমে গুঞ্জন সত্য প্রমাণিত হয়।

চলুন দেখে নিই টুইটগুলোঃ

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *