বাদ হ্যারি ব্রুক-মাহমুদ, এন্ট্রি নিলেন ইংলিশ গতি দানব, প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচের একাদশ !! 1

IND vs ENG: ভারত সফরে ভক্তদের রিতিমতন হতাশ করেছে ইংল্যান্ড দল। ভারতের বিরুদ্ধে প্রথমে টি-টোয়েন্টি সিরিজে ১-৪ ব্যবধানে পরাস্ত হতে হয়েছিল দলকে। এরপর ওডিআই সিরিজের প্রথম ম্যাচেই ভারতের কাছে চার উইকেটে পরাজিত হতে হয়েছে ইংলিশ বাহিনীকে। প্রথম নয় আগেও ভারতের মাটিতে সাদা বলের ফরম্যাট জিততে ব্যর্থ হয়েছিল ইংল্যান্ড দল। এবার যেন তারই পুনরাবৃত্তি হচ্ছে। প্রথম ম্যাচের কথা বলতে গেলে ইংল্যান্ড দলের হয়ে দুর্দান্ত সূচনা দিয়েছিলেন ফিলিপ সল্ট (Philip Salt) এবং বেন ডাকেট (Ben Duckett)। দুই ওপেনার আউট হওয়ার পরে তাসের ঘরের মতন যেন ভেঙে পড়েছিল ইংল্যান্ডের ব্যাটিং। কেবলমাত্র ক্যাপ্টেন জস বাটলার (Jos Buttler) অর্ধশতরানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।

দ্বিতীয় ম্যাচ থেকে বাদ পড়ছেন ব্রুক

Ind vs eng
Harry Brook | Image: Getty Images

পাশাপাশি তরুণ ব্যাটসম্যান জ্যাকব বেথালেরর ব্যাট থেকেও একটি অর্ধশতরান দেখা গিয়েছিল। কেবলমাত্র ২৪৮ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ডের ব্যাটিং। অন্যদিকে বোলিং এর সূচনা টা বেশ ভালোই করেছিল তারা। দুই প্রমুখ পেশার জোফরা আর্চার এবং শাকিব মাহমুদ পাওয়ারপ্লের ভেতরেই ভারোট্রার দুই ওপেনারকে প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছিলেন। তবে ভারতীয় দলের সহ অধিনায়ক শুভমান গিল (Shubman Gill), শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) ও অক্ষর প্যাটেলের (Axar Patel) দুর্দান্ত ব্যাটিংয়ে পরাজয় স্বীকার করতে হয়েছে ইংল্যান্ড বাহিনীকে। কটকে দ্বিতীয় ম্যাচে মরিয়া হয়ে লড়াই চালাতে চাইবে ইংল্যান্ড।

Read More: IND vs ENG 2nd ODI Preview: কটকেই সিরিজ জিততে মুখিয়ে টিম ইন্ডিয়া, অস্তিত্ব রক্ষার কঠিন চ্যালেঞ্জ ইংল্যান্ডের সামনে !!

ইংল্যান্ড দলে দ্বিতীয় ওডিআই ম্যাচে দেখা যাবে পরিবর্তন। প্রথম ওডিআই ম্যাচের আগেই নিজেদের একাদশ প্রকাশ করেছিল ইংল্যান্ড। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ম্যাচের একাদশের কোন ঘোষণা করেনি দলটি। জানা গিয়েছে দ্বিতীয় ম্যাচে রদবদল দেখা যাবে ইংল্যান্ড দলে। প্রথম ওডিআই ম্যাচের মতনই দ্বিতীয় ম্যাচেও দুই ওপেনারের উপরেই ভরসা দেখাতে চাইবে ইংল্যান্ড দলকে। ওপেনিং করতে দেখা যাবে সল্ট ও ডাকেটকে। তিনি ব্যাটিং করতে নামবেন জো রুট (Joe Root) চারে নামবেন অধিনায়ক জস বাটলার (Jos Buttler)। ভারত সফরে সবথেকে সফল ব্যাটসম্যান হলেন ক্যাপ্টেন বাটলার।

মোরিয়া হয়ে লড়াই চালাবে ইংল্যান্ড

Ind vs eng
IND vs ENG | Image: Getty Images

অলরাউন্ডার হিসাবে জেকব বেথাল এবং লিয়াম লিভিংস্টোনকে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় ম্যাচেও। তবে দ্বিতীয় ম্যাচে দল থেকে বাদ পড়তে চলেছেন হ্যারি ব্রুক (Harry Brook)। ইংল্যান্ড দলে প্রথম ওডিআই ম্যাচে জায়গা পাননি জেমি ওভারটন। টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিং ও বোলিং প্রদর্শন দেখিয়েছিলেন তিনি। তবে এবার দ্বিতীয় ম্যাচে তাকে সুযোগ দিতে চাইবে দল। পাশাপাশি ব্রাইডন কার্স, আদিল রশিদ, জোকরা আর্চার ও শাকিব মাহমুদের বদলে মার্ক উডকে দলে জায়গা দিতে চাইবে ইংল্যান্ড।

ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ

ফিলিপ সল্ট, বেন ডাকেট, জো রুট, জস বাটলার, জেকব বেথাল, লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, জেমি ওভারটন, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।

Read Also: IND vs ENG: শামি-রাহুল বাদ, এন্ট্রি নিচ্ছেন এই তারকা ব্যাটসম্যান, প্রকাশ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ওডিআই ম্যাচের একাদশ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *