ফের ধাক্কা খেলেন ইংল্যান্ডের তরুণ জোরে বোলার ওলি রবসন। সমস্যা যেনো তার জীবনে থামারই নাম নিচ্ছে না। এর মধ্যেই খবর এসেছে এই জোরে বোলারের করোনা টেস্ট পজিটিভ এসেছে। এবং এর ফলে তার নিজের ফিটনেস ফিরে পাওয়ার প্রচেষ্টায় নতুনভাবে ধাক্কা লাগল। প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া এবং ওয়েস্টইন্ডিজের বিপক্ষে জাতীয় দলের সফরে পিঠের সমস্যায় ভুগছিলেন রবিনসন।
নানান শারীরিক সমস্যায় ভুগছেন রবিন্সন
প্রথমে দাঁতের সমস্যার জন্য ইংল্যান্ডের কাউন্টি মরশুম থেকেও ছিটকে গিয়েছিলেন এই জোরে বোলার, এরপর পেটের সমস্যার জন্যও গত সপ্তাহে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নির্বাচিত কাউন্টি একাদশ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন এই ডানহাতি জোরে বোলার। আপাতত করোনা পজিটিভ হওয়ার পর গত ২৬ মে থেকে আইসোলেশনে রয়েছেন এই ২৮ বছর বয়সী জোরে বোলার। আইসোলেশন পিরিয়ড শেষ হওয়ার পর আবারও তার অবস্থার মূল্যায়ণ করা হবে।
ইংল্যাণ্ড দল থেকেও ছিটকে গিয়েছেন ওলি রবিনসন
ফিটনেস সমস্যায় জর্জরিত সাসেক্সের এই ডানহাতি পেসারকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টের দল থেকেও বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে রবিনসনের ক্রিকেট কেরিয়ারের কথা ধরা হলে নিজের ছোটো কেরিয়ারে সকলকে প্রভাবিত করেছেন এই ইংরেজ পেসার। ইংল্যান্ডের হয়ে মাত্র ৯টি টেস্ট খেলে এই জোরে বোলার ২১.২৮ এর দুর্দান্ত গড়ে এখনও পর্যন্ত ৩৯টি উইকেট নিয়েছেন।
আগামী ২ জুন থেকে ইংল্যান্ডের দল ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্টের সিরিজ খেলবে। ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্ট লর্ডসে খেলা হবে। দ্বিতীয় টেস্ট ১০ জুন ন্যাটিংহ্যামের ট্রেন্টব্রিজে খেলা হবে। অন্যদিকে ২৩ জুন লীডসের হেডিংলেতে খেলা হবে তৃতীয় টেস্ট। ইংল্যান্ড সফরে নিউজিল্যান্ডের শুরুটা খুব একটা ভাল হয়নি। কিউয়ির দল এফসিসি একাদশের বিরুদ্ধে তাদের একমাত্র প্র্যাকটিস ম্যাচ হেরে গিয়েছে।