ভিভ রিচার্ডস, কোহলি, ধোনি, ডি ভিলিয়ার্স এর সমতুল্য এই ইংল্যান্ড ক্রিকেটার, মনে করেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন 1

শনিবার সাউথহাম্পটনে চলতি সিরিজে পাকিস্তানের বিপক্ষে বিরাট রানের লক্ষ‍্য মাত্রা রেখেছিলো ইংল্যান্ড।এদিন শুরুটা দারুন করে ইংলিশ ওপেনার জুটি জেসন রয় এবং জনি ব‍্যারিস্টো। এবছর আইপিএলে হায়দ্রাবাদের হয়ে দুরন্ত ফর্মে দেখা গেছিলো ব‍্যারিস্টো কে। দেশে ফিরেও সেই দুরন্ত ফর্মের ধারা বজায় রাখলেন তিনি,তাকে যোগ্য সঙ্গত দেয় জেসন রয়।তবে ম‍্যাচটিতে অন‍্যমাত্রা এনে দিলো জোস বাটলারের খেলা ৫৫ বলে ১১০ রানের ঝোড়ো ইনিংস।এদিন তার এই দুরন্ত ইনিংস তাকে ফের জায়গা করে দিয়েছে রেকর্ড বুকে। ইংল্যান্ডের দ্বিতীয় দ্রুততম শতরানকারী এখন তিনি, প্রসঙ্গত, তালিকার প্রথম স্থানটিও তার দখলে, সেইক্ষেত্রেও বিপক্ষে ছিলো পাকিস্তান, ২০১৫ সালে সংযুক্ত আরব আমরশাহীতে এই কৃতিত্ব স্পর্শ করেছিলেন তিনি।মুলত তার এমন ইনিংস ইংল্যান্ড কে ৫০ ওভার শেষে ৩৭৪ রানে শেষ করতে বাধ্য করে।

ভিভ রিচার্ডস, কোহলি, ধোনি, ডি ভিলিয়ার্স এর সমতুল্য এই ইংল্যান্ড ক্রিকেটার, মনে করেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন 2

এদিন তার ইনিংসের প্রশংসায় মজলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন।একটি সাক্ষাৎকারে তিনি বলেন ” বাটলার অবিশ্বাস্য, আমার মতে ক্রিকেট জগতে যদি সেরা সাদা বলের খেলোয়াড় দের কথা বলা হয় তাহলে সেখানে ভিভ রিচার্ডস, কোহলি, ডি ভিলিয়ার্স দের সাথে একই আসনে থাকবে বাটলার।একবার এমন ইনিংস খেলা ঠিক আছে , কিন্তু ফের এমনটা করলে তখন তো তাকে সেরাদের সাথে একই আসনে রাখতেই হয়।”

ভিভ রিচার্ডস, কোহলি, ধোনি, ডি ভিলিয়ার্স এর সমতুল্য এই ইংল্যান্ড ক্রিকেটার, মনে করেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন 3

স্বাভাবিক ভাবেই প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের এমন মন্তব্য বাটলার উজ্জ্বীবিত করবে তা বলাই বাহুল্য।এ কথা বলতেই হচ্ছে এবছর বিশ্বকাপে ডেথ ওভারে বিপক্ষের বোলারদের অন‍্যতম চিন্তার কারন হতে চলেছে এই ডানহাতি মারকুটে ব‍্যাটসম‍্যান।

ভিভ রিচার্ডস, কোহলি, ধোনি, ডি ভিলিয়ার্স এর সমতুল্য এই ইংল্যান্ড ক্রিকেটার, মনে করেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন 4

এদিন ম‍্যাচের ৩৬ তম ওভারে ব‍্যাটিং করতে আসে বাটলার।এবং এসেই শুরু থেকেই মূর্তিমান বিভীষিকা হয়ে ওঠে হাসান আলী, ফাহিম আশরাফ, সাহিন আফ্রিদি দের কাছে।রনংদেহী মেজাজে একের পর এক পাক বোলার কে মারতে থাকেন তিনি।মাত্র ১৮ বলে ৫০ থেকে ১০০ এর মাত্রা ছোন এই তারকা ব‍্যাটসম‍্যান।এদিনের ইনিংস তিনি উৎসর্গ করেছেন সদ‍্য জন্ম নেওয়া কন‍্যার উদ্দেশ্যে ,যার জন‍্যে আইপিএলে মাঝপথে দেশে ফিরে এসেছিলেন তিনি।তার এমন ফর্ম ঘরের মাঠে ইংল্যান্ড বাড়তি নিরাপত্তা দিতে চলেছে তা বলাই যায়।প্রসঙ্গত, আগামী ৩০ শে মে, এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম‍্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *