চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রকাশ্যে আসলো দল, বাদ পড়লেন বিশ্বকাপ হিরো !! 1

Champions Trophy 2025: আসন্ন বছরের শুরুতেই পাকিস্তান ও আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানে নিরাপত্তা জনিত সমস্যার কারণে ভারতীয় দল আরব আমিরশাহীতে তাদের ম্যাচ গুলি খেলবে। প্রসঙ্গত, ২০১৩ ও ২০১৭ সালে দুবারই ইংল্যান্ডের মাটিতেই অনুষ্ঠিত হয়েছিল চ্যাম্পিয়ন ট্রফি। দীর্ঘ আট বছর পর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানের মাটিতেই আইসিসির এই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হওয়ার কথা ছিল। এমনকি পাকিস্তানে যাওয়ার শর্তে রাজি হয়েছিল বিসিসিআই। তবে পরবর্তী সময়ে সেই সিদ্ধান্তে পরিবর্তন লক্ষ্য করা যায় এবং ভারত তাদের জন্য নিরপেক্ষ ভেন্যুর ব্যাবস্থা করেছে। ভারত চলতি সময়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। এই সিরিজের পর ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি ও ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে। তবে অন্যদিকে, ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড দল তার স্কোয়াড ঘোষণা করে দিয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) জন্য দল ঘোষণা করলো ইংল্যান্ড দল। ভারতের সফরের পর ইংল্যান্ড সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। ভারতের বিরুদ্ধে ৫টি টি-টোয়েন্টি এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংলিশ দল। জস বাটলারের নেতৃত্বে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়েছিল। ভারত ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে প্রবেশ করেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার (Jos Buttler)। বেশ কয়েক নতুন মুখ দেখা যাবে ভারতীয় শিবিরে। দলের ব্যাটসম্যানদের মধ্যে বেন ডাকেট (Ben Duckett), হ্যারি ব্রুক (Harry Brook), জ্যাকব বেথেল (Jacob Bethell) ও জো রুট (Joe Root)।

Read More: Champions Trophy 2025: ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড, চোট সারিয়ে অবশেষে মাঠে ফিরছেন তারকা পেসার !!

বিশ্বকাপের হিরো পড়লেন দল থেকে বাদ

Ben Stokes, champions trophy 2025
Ben Stokes | Image: Getty Images

উইকেট কিপারের বেশ কয়েকটি অপশন উপলব্ধ রয়েছে ইংল্যান্ড দল। দলে সুযোগ পেয়েছেন জেমি স্মিথ (Jimmy Smith), ক্যাপ্টেন বাটলার ও ফিলিপ সল্ট (Philip Salt)। দলের অলরাউন্ডারদের মধ্যে রয়েছেন লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone), জেমি ওভারটন (Jamie Overton)। এছাড়া পেস আক্রমণে জোফরা আর্চার (Jofra Archer), মার্ক উড (Mark Wood), সাকিব মেহমুদ (Saqib Mahmood) ও ব্রান্ডন কার্স (Brandon Carse)। স্পিন বিকল্প হিসেবে আদিল রশিদকে (Adil Rashid) বেছে নিয়েছে ইংল্যান্ড দল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাক পেলেন না ২০১৯ সালের বিশ্বকাপের হিরো বেন স্টোকস (Ben Stokes) এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের হিরো স্যাম কারান (Sam Curran)।

ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড

জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মেহমুদ, ফিল সল্ট (উইকেটকিপার) ও মার্ক উড।

Read Also: Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে শ্রেয়স আইয়ার, ভুল শুধরে নিলো বিসিসিআই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *