World Cup 2023
England Team | World Cup 2023

World Cup 2023: দীর্ঘ অপেক্ষা শেষে ২০১৯ সালে নিজেদের দেশের মাটিতে প্রথমবারের জন্য বিশ্বকাপ (ICC World Cup) জয়ের স্বাদ পেয়েছিলো ইংল্যান্ড দল। ঐতিহাসিক লর্ডসের মাঠে নিউজিল্যান্ডকে বিতর্কিত বাউন্ডারি কাউন্ট নিয়মে হারিয়ে সেরার শিরোপা অর্জন করেছিলো ইওন মর্গ্যানের (Eoin Morgan) দল। সেই ম্যাচের পর কেটে গিয়েছে চার বছর। আরও একটা বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে ক্রিকেট দুনিয়া। এর মাঝে ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ জিতে ইংল্যান্ড প্রমাণ করেছে মর্গ্যান সরে গেলেও সাদা বলের ক্রিকেটে তাদের আধিপত্য এখুনি শেষ হচ্ছে না। ভারতের মাটিতে টানা দ্বিতীয় বিশ্বকাপ (ICC World Cup)  জয়ের লক্ষ্য সামনে রেখেই পা দেবে ‘থ্রি লায়ন্স’ দল।

আসন্ন নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিজের জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB), তাতে রয়েছে চমকের পর চমক। গত বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস (Ben Stokes) ২০২২ সালে অবসর নিয়েছিলেন ওডিআই ক্রিকেট থেকে। ২০২৩ বিশ্বকাপের জন্য অবসর ভেঙে ফিরছেন তিনি। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার (Jos Buttler) নিজে উদ্যোগ নিয়ে দলে ফিরিয়েছেন তাঁকে। ওডিআই ক্রিকেটে ফিরছেন জো রুট’ও (Joe Root)। ইংল্যান্ডের বোলিং বিভাগেও বাড়ছে শক্তি। চোট সারিয়ে বিশ্বকাপের দলে ফিরতে পারেন জোফ্রা আর্চার (Jofra Archer)। বাকি দলেও থাকছে তারকার ছড়াছড়ি। টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক জস বাটলারের সামনে পরীক্ষা নিজের লিগ্যাসি আরও খানিক সমৃদ্ধ করার।

নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে আসন্ন দুটি একদিনের সিরিজে ইংল্যান্ডের সামনে সুযোগ সেরা এগারো খুঁজে নেওয়ার। জেসন রয় (Jason Roy), জনি বেয়ারেস্টো (Jonny Bairstow), মার্ক উড (Mark Wood), ক্রিস ওকস (Chris Woakes), মঈন আলি (Moeen Ali), আদিল রশিদ-দের (Adil Rashid) নিয়ে এবারের বিশ্বকাপের অন্যতম ‘ব্যালান্সড’ দল গড়েছে ইংল্যান্ড। এই ১৮ জনের মধ্যে থেকে তিন জনকে বাদ দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত দল তৈরি করা হবে আগামীতে। প্রাথমিক দল নির্বাচনের জন্য ৫ সেপ্টেম্বরের ডেডলাইন বেঁধে দিয়েছে আইসিসি। চূড়ান্ত দল প্রকাশের জন্য ২৫ সেপ্টেম্বরের সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। তখনই জানা যাবে কারা পাচ্ছেন ভারতের বিমানের টিকিট।

২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ডের ক্রীড়াসূচি-

England Cricket Team | World Cup 2023 | Image: Getty Images
England Cricket Team | Image: Getty Images

আইসিসি’র তরফে প্রথমে ২০২৩ বিশ্বকাপের (ICC World Cup) যে সূচি প্রকাশ করা হয়েছিলো, তাতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের তারিখ ছিলো ১৪ অক্টোবর। এছাড়াও কলকাতায় ইংল্যান্ড বনাম পাকিস্তান (ENG vs PAK) ম্যাচটি আয়োজিত হওয়ার কথা ছিলো ১২ নভেম্বর। ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচ নবরাত্রির কারণে একদিন এগিয়ে আসায় ইংল্যান্ড বনাম আফগানিস্তান (ENG vs AFG) ম্যাচটি ১৪ থেকে ১৫ তারিখে পিছিয়ে গিয়েছে। পাশাপাশি ১২ নভেম্বর কালী পূজা থাকায় সিএবি’র তরফে ম্যাচ আয়োজনের বিষয়ে আপত্তি তোলা হয়। ফলে পরিবর্তিত সূচিতে সেই ম্যাচটিও একদিন এগিয়ে রাখা হয়েছে ১১ নভেম্বর।

গ্রুপ পর্ব-

    তারিখ          ম্যাচ  ভেন্যু
০৫/১০/২০২৩ ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড  আহমেদাবাদ
১০/১০/২০২৩ ইংল্যান্ড বনাম বাংলাদেশ  ধর্মশালা
১৫/১০/২০২২ ইংল্যান্ড বনাম আফগানিস্তান  দিল্লী
২১/১০/২০২৩ ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা  মুম্বই
২৬/১০/২০২৩ ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা  বেঙ্গালুরু
২৯/১০/২০২৩ ইংল্যান্ড বনাম ভারত  লক্ষ্ণৌ
০৪/১১/২০২৩ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া  আহমেদাবাদ
০৮/১১/২০২৩ ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস  পুনে
১১/১১/২০২৩ ইংল্যান্ড বনাম পাকিস্তান  কলকাতা

সেমিফাইনাল-

   তারিখ        ম্যাচ          ভেন্যু
১৫/১০/২০২৩ সেমিফাইনাল ১ ওয়াংখেড়ে, মুম্বই
১৬/১০/২০২৩ সেমিফাইনাল ২ ইডেন গার্ডেন্স, কলকাতা

ফাইনাল-

   তারিখ         ম্যাচ         ভেন্যু
১৯/১১/২০২৩ বিজয়ী সেমিফাইনা ১ বনাম বিজয়ী সেমিফাইনাল ২ নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ

World Cup 2023-এ ইংল্যান্ডের প্রাথমিক দল-

England Cricket Team | World Cup 2023 | Image: Getty Images
England Cricket Team | Image: Getty Images

জস বাটলার (অধিনায়ক/ উইকেটরক্ষক), জেসন রয়, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, স্যাম কারান, জনি বেয়ারেস্টো (উইকেটরক্ষক), মার্ক উড, আদিল রশিদ, জোফ্রা আর্চার, রিস টপলি, ডেভিড উইলি।

Also Read: প্রধানমন্ত্রীর উদ্যোগে সামিল হতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘোর সমস্যায় পড়তে হলো BCCI-কে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *