CT 2025: ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড, চোট সারিয়ে অবশেষে মাঠে ফিরছেন তারকা পেসার !! 1

চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) ঘিরে ভারত-পাক কূটনৈতিক লড়াই একটা সময় অনিশ্চিত করে তুলেছিলো টুর্নামেন্টের ভবিষ্যতই। আইসিসি’র ইভেন্ট ক্যালেন্ডার অনুযায়ী আয়োজক হিসেবে পাকিস্তান দায়িত্ব পেলেও পড়শি দেশে ক্রিকেটারদের পাঠাতে রাজী হয় নি বিসিসিআই। কোহলি-রোহিতদের নিরাপত্তা নিশ্চিত নয় পাকিস্তানে, দাবী তোলে তারা। সওয়াল করে হাইব্রিড মডেল চেয়ে। ভারতীয় বোর্ডের দাবী নস্যাৎ করে সম্পূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) পাকিস্তানেই আয়োজনের জন্য আইসিসি’র উপর চাপ বাড়িয়েছিলো পিসিবিও। দীর্ঘ টালবাহানার পর অবশেষে হাইব্রিড মডেলেই মিলেছে সমাধানসূত্র। ভারতের প্রস্তাব গৃহীত হয়েছে ঠিকই। কিন্তু পালটা শর্ত চাপিয়েছে পাকিস্তানও। অদূর ভবিষ্যতে ভারতে কোনো টুর্নামেন্ট খেলতে আসবেন না বাবর আজম’রা। এছাড়াও ২০২৭-এর পর মহিলাদের একটি আইসিসি ইভেন্ট আয়োজনের আশ্বাস চেয়েছে পিসিবি।

Read More: IND vs AUS 4th Test: জাদেজা ইস্যুতে ভারত-অস্ট্রেলিয়া তিক্ততা চরমে, মেলবোর্ন ম্যাচ বয়কট টিম ইন্ডিয়ার !!

বি-গ্রুপে রয়েছে ইংল্যান্ড-

England Cricket Team | Image: Getty Images
England Cricket Team | Image: Getty Images

গত বছর ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপে (ICC World Cup) কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিলো ইংল্যান্ড দল। একটা সময় মনে হয়েছিলো যে পয়েন্ট তালিকার শীর্ষ আটে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) যোগ্যতাই অর্জন করতে পারবে না তারা। কিন্তু শেষমেশ নেদারল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশের মত প্রতিপক্ষের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে কোনোক্রমে যোগ্যতা অর্জন করেন জস বাটলাররা। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Ct 2025) সেই ব্যর্থতা ভুলে সাফল্যের সরণিতে হাঁটতে চাইবেন তাঁরা। পাকিস্তানের মাটিতে সাম্প্রতিক অতীতে তাদের পারফর্ম্যান্স বেশ ভালো। যা আত্মবিশ্বাস যোগাবে ইংল্যান্ডকে। টি-২০ বিশ্বকাপ চলাকালীনই প্রস্তাবিত গ্রুপ বিন্যাস আইসিসি’র কাছে জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। ইংল্যান্ড রয়েছে গ্রুপ-বিতে। তাদের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

আইসিসি’র তরফে সরকারী ভাবে এখনও সূচি ঘোষণা না করা হলেও সংবাদমাধ্যম সূত্রে সামনে এসেই গিয়েছে তা। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু টুর্নামেন্ট। চলবে ৯ মার্চ অবধি।  ফেব্রুয়ারির ২২ তারিখ চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (ENG vs AUS) নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করছে ইংল্যান্ড। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত হওয়ার কথা ম্যাচটি। ২৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড মুখোমুখি হতে চলেছে আফগানিস্তানের (ENG vs AFG)। ওডিআই বিশ্বকাপে বাটলার বাহিনীকে হারিয়ে সাড়া ফেলে দিয়েছিলো আফগান আটালান। লাহোরে বদলা নিতে পারবে ইংল্যান্ড? নজর থাকবে ক্রিকেটবিশ্বের। মার্চের ১ তারিখ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলবে ২০১৯-এর বিশ্ব চ্যাম্পিয়নরা। করাচীর ন্যাশানাল স্টেডিয়ামে প্রতিপক্ষ হতে চলেছে দক্ষিণ আফ্রিকা (ENG vs SA)। প্রতিটি ম্যাচ ভারতের স্থানীয় সময় দুপুর আড়াইটেয় শুরু হবে।

এক নজরে CT 2025-এর সম্পূর্ণ সূচি-

দল ঘোষণা করে দিলো ইংল্যান্ড-

England Cricket Team | Image: Getty Images
England Cricket Team | Image: Getty Images

চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) শুরু হতে ক্যালেন্ডারের হিসেবে এখনও বাকি এক মাসেরও বেশী সময়। কিন্তু এর মধ্যেই টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করে দিলো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। অভিজ্ঞতা ও তারুণ্যের দুর্দান্ত ভারসাম্য বজায় রাখা হয়েছে দলে। গত বছরের বিশ্বকাপের আগে অবসর ভেঙে ফিরেছিলেন বেন স্টোকস। এবার অবশ্য আর ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয় নি তারকা অলরাউন্ডারকে। টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক জস বাটলার’ই (Jos Buttler) আসন্ন টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন ইংল্যান্ডকে। দীর্ঘ বিরতির পর সাদা বলের ফর্ম্যাটে প্রত্যাবর্তন ঘটিয়েছেন জো রুট’ও (Joe Root)। দুই তরুণ ব্যাটার হ্যারি ব্রুক (Harry Brook) ও জেকব বেথেলের দিকে থাকবে নজর। এছাড়াও বেন ডাকেট, ফিল সল্ট, জেইমি স্মিথের মত বিধ্বংসী ব্যাটারদের সুযোগ দিয়েছে ইসিবি। রয়েছেন অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনও।

উপমহাদেশের বাইশ গজে আয়োজিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। তা সত্ত্বেও স্পিন নয় বরং পেস ব্যাটারির উপরেই অধিক আস্থা রেখেছে ইংল্যান্ড দল। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন আদিল রশিদ (Adil Rashid)। দ্বিতীয় বা তৃতীয় স্পিনারের প্রয়োজন পড়লে হাত ঘোরাতে দেখা যাবে রুট, লিভিংস্টোনদের। পেস বিভাগে রয়েছেন মার্ক উড। নাম রয়েছে গাস অ্যাটকিনসন, জেইমি ওভারটান, ব্রাইডন কার্স, শাকিব মাহমুদের মত তারকা। ২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বজয়ের অন্যতম নায়ক জোফ্রা আর্চারকে (Jofra Archer) গত বছরের ওডিআই বিশ্বকাপে চোটের জন্য দেখা যায় নি। পাকিস্তানের মাটিতে খেলবেন তিনিও। ম্যাথু মট সরে যাওয়ার পর সাদা বলের ক্রিকেটেও কোচিং-এর দায়িত্ব পেয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম। টেস্টে তাঁর বাজবল যেমন ঝড় তুলেছে, তেমন ওডিআই-তেও তেমন নতুনত্ব কিছু আমদানি করেন কিনা তা জানা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

এক নজরে সম্পূর্ণ দল-

জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জেকব বেথেল, ফিল সল্ট (উইকেটরক্ষক), জেইমি স্মিথ (উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ব্রাইডন কার্স, শাকিব মাহমুদ, জেইমি ওভারটন, গাস অ্যাটকিনসন, জোফ্রা আর্চার, মার্ক উড।

Also Read: CT 2025: হাইব্রিড মডেলেই মিললো রফাসূত্র, প্রকাশ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *