engineer-wants-rishabh-to-be-sensible

ঋষভ পন্থ (Rishabh Pant) মানেই ধুন্ধুমার ব্যাটিং। ফর্ম্যাট যাই হোক না কেন, টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক আস্থা রাখেন আগ্রাসনেই। কখনও স্পিনারকে এক হাতে উড়িয়ে দেন লং অন বা লং অফ বাউন্ডারির উপর দিয়ে আবার কখনও পেসারকে রিভার্স স্কুপ মারেন স্লিপ কর্ডনের উপর দিয়ে। এমনকি শরীরের ভারসাম্য হারিয়ে ফেলার পরেও র‍্যাম্প শট বা স্কুপ মারতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর ‘ফলিং স্কুপ’ কার্যত পরিণত হয়েছে ট্রেডমার্কে। এহেন ঝুঁকিবহুল ব্যাটিং ঋষভকে (Rishabh Pant) সাফল্য যেমন এনে দিয়েছে, তেমন মাঝেমধ্যে ফেলেছে বিপদেও। গত বছর মেলবোর্নে স্কুপ মারতে গিয়ে ব্যাটের পিছনে বল লাগায় তিনি ধরা পড়েছিলেন শর্ট থার্ড ম্যানে। কিন্তু তাও নিজের খেলার ধরণ বদলান নি ২৭ বর্ষীয় তরুণ। সিঙ্গল বা ডবল নিয়ে স্কোরবোর্ড সচল রাখার বদলে জোর দিয়েছেন চার-ছক্কা হাঁকানোতেই।

Read More:চতুর্থ টেস্টের আগে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার, চোট সমস্যায় নাজেহাল ভারতীয় শিবির !!

অন্য ঋষভকে দেখতে চান ইঞ্জিনিয়ার-

Farokh Engineer | Image: Twitter
Farokh Engineer | Image: Twitter

টেস্ট ক্রিকেটে টি-২০’র ধুন্ধুমার ব্যাটিং দেখতে চান না ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার ফারুখ ইঞ্জিনিয়ার (Farokh Engineer)। সম্প্রতি সংবাদসংস্থা রেভজস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋষভ পন্থকে (Rishabh Pant) খানিক ধীর-স্থির ব্যাটিং করারই পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, “ওটা (আগ্রাসী ব্যাটিং) আইপিএলের জন্য বাঁচিয়ে রাখো। টেস্ট ক্রিকেটের জন্য শৃঙ্খলা লাগে। তিন বা চার নম্বরে যাঁরা নামেন তাঁদের থেকে ভালো ক্রিকেটের আশা করা হয়। ওদের বড় রান যেমন করতে হয় তেমনই ইনিংসের শেষটাও ভালোভাবে করতে হয়। ঋষভের ভালো ব্যাপার হলো যে ও খুবই আত্মবিশ্বাসী। কিন্তু ওকে আরও দায়িত্বশীল হতে হবে গুরুত্বপূর্ণ সময়ে। যেমন মধ্যাহ্নভোজের আগে বা দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগে। ওর মধ্যে প্রতিভার অভাব নেই।”

যেভাবে স্কুপ বা র‍্যাম্পের মত শটগুলি মারেন ঋষভ (Rishabh Pant), পুরনো দিনের ক্রিকেটে তা যে সম্ভব ছিলো না তাও সাক্ষাৎকারে জানিয়েছেন ইঞ্জিনিয়ার। বলেছেন, “…আর ও নিজের শটগুলো নিজেই তৈরি করে। এখন হেমলেট রয়েছে বলে বাঁচোয়া না হলে আমাদের সময় হলে একটা দাঁতও আস্ত থাকত না।” একা ফারুখ ইঞ্জিনিয়ার নয়, পন্থের দায়িত্ববোধ নিয়ে এর আগে প্রশ্ন তুলেছেন আরেক কিংবদন্তি সুনীল গাওস্কর’ও (Sunil Gavaskar)। গত বছর বক্সিং ডে টেস্টে গুরুত্বপূর্ণ সময় ভুল শট খেলে সাজঘরে ফেরার পর তরুণ উইকেটরক্ষকের উদ্দেশ্যে ‘লিটল মাস্টার’ বলেন, “স্টুপিড…স্টুপিড…স্টুপিড…” বেশ ভাইরালও হয়েছিলো সেই মন্তব্য। যদিও ইংল্যান্ডে অসাধারণ শতরানের পর গাওস্করকেই ভোল পালটে বদলে শোনা যায়, “সুপার্ব…সুপার্ব…সুপার্ব…।”

সেরে উঠেছেন ঋষভ, খেলবেন ম্যাঞ্চেস্টারে-

Rishabh Pant | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

লর্ডসে উইকেটকিপিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। বাধ্য হয়েই দস্তানা খুলে রাখতে হয়েছিলো তাঁকে। দীর্ঘ সময় স্টাম্পের পিছনে দাঁড়িয়েছিলেন ধ্রুব জুরেল। যদিও ব্যাট করতে নেমেছিলেন দিল্লীর তারকা। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়ে ছিলো সংশয়। কিন্তু সমর্থকদের আশ্বস্ত করেছেন পন্থ স্বয়ং। অনুশীলনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। মাঠে নামতে যে মুখিয়ে রয়েছেন তা সেই ভিডিও থেকেই স্পষ্ট। গতকাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবের ট্রেনিং গ্রাউন্ড ক্যারিংটনে হাজির হয়েছিলো ভারতীয় দল। সেখানেও খোশমেজাজে দেখা গিয়েছে তাঁকে। সূত্রের খবর ২৩ তারিখ থেকে মাঠে দেখা যাবে তাঁকে। যদি দুই ইনিংস মিলিয়ে ৪০ রান করতে পারেন তাহলে গড়ে ফেলবেন নয়া রেকর্ড। রোহিত শর্মা’কে সরিয়ে WTC ইতিহাসে সফলতম ভারতীয় ব্যাটার হয়ে উঠবেন ঋষভ।

Also Read: IND vs ENG 4th Test: চোটে কাবু জোড়া পেসার, ম্যাঞ্চেস্টার টেস্টে বোলিং আক্রমণ সাজাতে হিমশিম কোচ গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *