TOP 3: এই ৩ খেলোয়াড়ের কারণে জলে গেল সূর্যকুমারের সেঞ্চুরি, হাতছাড়া হলো ক্লিন সুইপের সুযোগ !! 1

৩. শ্রেয়স আইয়ার

TOP 3: এই ৩ খেলোয়াড়ের কারণে জলে গেল সূর্যকুমারের সেঞ্চুরি, হাতছাড়া হলো ক্লিন সুইপের সুযোগ !! 2

ভারতীয় দল তৃতীয় টি-২০ ম্যাচে হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দিয়েছিল। তার জায়গায় টিম ম্যানেজমেন্ট শ্রেয়স আইয়ারকে দলে সুযোগ দেয়। কিন্তু হার্দিকের জায়গায় সুযোগ পেয়ে এই তরুণ ব্যাটসম্যান সফল হতে পারেননি। শ্রেয়স আইয়ার সূর্যকুমারের সঙ্গে ১১৯ রানের পার্টনারশিপ গড়েন। কিন্তু এই পার্টনারশিপে তার যোগদান মাত্র ২৮ রানেরই ছিল আর এই রান করতে তিনি ২৩ বল নিয়ে ফেলেন।

পরিসংখ্যানের দিক দিয়ে দেখলে আইয়ার ভারতীয় ব্যাটিংয়ের দ্বিতীয় সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যান। কিন্তু এই ম্যাচে তিনি ভীষণই ধীর গতিতে ব্যাটিং করেন, আর দলকে দ্রুতগতির রান এনে দিতে ব্যর্থ হন। যার ফলে তিনি সূর্যকুমার যাদবের উপর চাপ তৈরি হয়। যদি এই ম্যাচে শ্রেয়স নিজের যোগ্যতা অনুযায়ী ব্যাট করতেন তাহলে ভারতীয় দলের ফলাফল এই ম্যাচে অন্যরকম হতে পারত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *