ম্যানচেস্টারে শুভ সূচনা ভারতের, দুরন্ত ব্যাটিং করলেন যশস্বী-সুদর্শন !! 1

ENG vs IND: ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্টের প্রথম দিনের খেলার পরিসমাপ্তি ঘটেছে। ম্যানচেস্টারে বহুলপ্রত্যাশিত এই টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বেন স্টোকস (Ben Stokes)। আজকের ম্যাচে ভারতীয় দলে জায়গা পাননি করুণ নায়ার (Karun Nair)। এছাড়া চোটের কারণে বাইরে বসতে হয়েছে নিতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) ও আকাশ দ্বীপকে (Akash Deep)। যদিও নীতিশ কুমার রেড্ডি পুরো সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। অন্যদিকে পিঠের চোটের কারণে দলে নেই আকাশ। করুণের বদলে আজ তিন নম্বরে ব্যাটিং করতে দেখা গিয়েছে সাই সুদর্শনকে (Sai Sudharsan)। এছাড়া দলে ফিরেছেন শার্দূল ঠাকুর (Shardul Thakur) ও অভিষেক করেছেন আনসুল কম্বোজ (Anshul Kamboj)।

অন্যদিকে, আজকের ম্যাচের (ENG vs IND) কথা বলতে গেলে, প্রথমে ব্যাটিং করতে এসে বেশ ভালো শুরু করেছিল ভারতীয় দল। ওপেনার ব্যাটসম্যান কেএল রাহুল (KL Rahul) এবং যশস্বী জয়সওয়ালের মধ্যে (Yashasvi Jaiswal)। দুজনের মধ্যে ওপেনিংয়ে ৯৪ রানের জুটি গড়ে উঠেছিল। ৯৮ বলে ৪৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন কেএল রাহুল। রাহুল আউট হতেই পরে আবার ২ উইকেট হারিয়ে বসে ভারত। ১০৭ বলে ৫৮ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন জয়সওয়াল। ক্যাপ্টেন শুভমান গিল (Shubman Gill) ২৩ বলে মাত্র ১২ রানেই নিজের উইকেট হারিয়ে ফেলেছিলেন।

চালকের আসনে রয়েছে টিম ইন্ডিয়া

Eng vs ind
Ravindra Jadeja and Shardul Thakur | Image: Getty Images

১৫১ বলে ৬১ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন সুদর্শন। টানা তিন উইকেট হারিয়ে ফেলার পরে খেলার হাল ফিরিয়েছিলেন সুদর্শন এবং ঋষভ পন্থ (Rishabh Pant)। দুজনের মধ্যে ১১১ বলে ৭২ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। তবে, ভারতের ইনিংসের ৬৮তম ওভারে রিভার্স সুইফের প্রচেষ্টায় ভারসাম্য হারিয়ে ফেলেন পন্থ এবং তিনি তার গোড়ালিতে চোট পান এবং ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ৪৮ বলে ৩৭ রান বানিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।  আজকের ম্যাচে ভারতীয় দল ৪ উইকেটে ২৬৪ রান বানাতে সক্ষম হয়েছে। রবীন্দ্র জাদেজা ও শার্দূল ঠাকুর দুজনেই ১৯ রানে ব্যাটিং করছেন। ইংল্যান্ড দলের পক্ষ থেকে দুই উইকেট নিয়েছেন বেন স্টোকস এবং একটি করে উইকেট পেয়েছেন ক্রিস ওকস ও লিয়াম ডওসন।

Read Also: ENG vs IND: চলতি ম্যাচে গুরুতর চোট পেলেন ঋষভ পন্থ, অ্যাম্বুলেন্সে করে ছাড়লেন মাঠ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *