লর্ডসে হিরো হওয়া হলো না জাদেজার, সিরাজের ব্যর্থ ব্যাটিংয়ে ২২ রানে হারলো ভারত !! 1

ভারত এবং ইংল্যান্ডের (ENG vs IND) মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচটি লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম টেস্টে ইংল্যান্ড এবং দ্বিতীয় টেস্টে ভারতীয় দল জয় সুনিশ্চিত করে নিয়েছিল। ১-১ ব্যাবধানে দুই দল তৃতীয় টেস্টে নেমেছে। রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষমেষ জয় ছিনিয়ে নিলো ইংল্যান্ড দল। ২২ রানে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো ইংল্যান্ড দল। এই টেস্টের কথা বলতে গেলে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংলিশ দলের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। ব্যাটিং করতে এসে প্রথম ইনিংসে ইংল্যান্ড দলকে ব্যাকফুটে থেকে দিয়েছিল ভারতীয় বোলিং বিভাগ।

প্রথম ইনিংসে, ইংল্যান্ড দল ১০ উইকেটে ৩৮৭ রান বানিয়েছিল। ইংল্যান্ড দলের হয়ে শতরান হাঁকিয়েছিলেন জো রুট (Joe Root)। ১৯৯ বলে ১০৪ রান বানিয়েছিলেন রুট। তাছাড়া, ৫৬ রানের ইনিংস খেলেছিলেন ব্রাইডেন কার্স এবং ৫১ রান বানিয়েছিলেন জেমি স্মিথ। লর্ডসের এই উইকেটে ইংল্যান্ডের ইংল্যান্ডের বানানো রান যথেষ্ঠ ছিল। ভারতীয় দলের হয়ে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং দুটি করে উইকেট নিয়েছিলেন সিরাজ এবং নীতিশ রেড্ডি। ভারতীয় দল জবাবে ব্যাটিং করতে এসে, ৩৮৭ রান বানিয়েছিল। ভারতের হয়ে শতরান হাঁকিয়েছিলেন কেএল রাহুল (KL Rahul)। রাহুল ১৭৭ বলে ১০০ রান বানান, ঋষভ পন্থ ৭৪ এবং রবীন্দ্র জাদেজা ৭২ রান বানান।

Read More: ইংরেজদের সাথে পাঙ্গা নেওয়ায় বিপদের মুখে শুভমান গিল, শেষ দুই টেস্টে থাকবেন মাঠের বাইরে !!

২২ রানে ম্যাচ হারলো ভারত

Eng vs ind
ENG vs IND | Image: Getty Images

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে বারবার। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ৪০ রান বানিয়েছিলেন জো রুট। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান বানিয়েছিলেন বেন স্টোকস। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১০ উইকেটে ১৯২ রান বানাতে সক্ষম হয়েছিল। এই ইনিংসে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন ওয়াসিংটন সুন্দর (Washington Sundar), দুটি করে উইকেট পেয়েছিলেন বুমরাহ ও সিরাজ। ইংল্যান্ডের এই রান কম মনে হলেও লর্ডসের পঞ্চম দিনে রান তাড়া করে সহজ নয়। ভারতীয় দল চতুর্থ দিনেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। পঞ্চম দিনে ভারতের সামনে ১৩৫ রান তাড়া করার প্রয়োজন ছিল। ভারতের হাতে ৬ উইকেট ছিল তবে, ভারত ১৭০ রান বানাতেই সক্ষম হয়েছে। ভারতীয় দল ২২ রানে এই ম্যাচে পরাজিত হয়েছে। ম্যাচে রুদ্ধশ্বাস অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা হয়েছেন বেন স্টোকস।

Read Also:  ENG vs IND 3rd Test: “যত গর্জন তত বর্ষণ নয়…” লর্ডসে পরাজয় টিম ইন্ডিয়া’র, আক্ষেপ আর হতাশায় ভরলো নেটমাধ্যম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *