ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের (ENG vs IND) দ্বিতীয় টেস্টে দুর্দান্ত প্রত্যাবর্তন করলো টিম ইন্ডিয়া। ইংল্যান্ড দলের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথম টেস্টের মতন আবার একবার দ্বিতীয় টেস্টে ব্যাটিং প্রদর্শন দেখায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় দল ৫৮৭ রান বানিয়ে ফেলেছিল। ভারতের পাহাড় সমান রান তাড়া করতে এসে দ্বিতীয় দিনে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর তৃতীয় দিনের শুরুতেই ২ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। একসময়ে ইংল্যান্ড ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল। তবে এরপর জেমি স্মিথ (Jamie Smith) ও হ্যারি ব্রুক (Harry Brook) ইংল্যান্ডের ইনিংসে অক্সিজেন যোগান দেন।
সিরাজ আকাশের দুরন্ত ফাইটব্যাকে চালকের আসনে ভারত

ভারতীয় দল এই দুই ইংলিশ ব্যাটসম্যানদের আউট করতে নাজেহাল হয়ে পড়ে। তৃতীয় দিনে প্রথম সেশনের মধ্যে সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছিলেন স্মিথ এরপর ব্রুকও দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনের দ্বারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ব্রুক ও জেমি স্মিথের মধ্যে ৩০৩ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। ব্রুক ও স্মিথ দুজনকে বেশ সাবলীল দেখাচ্ছিল। তবে, আকাশ দীপ নতুন বলে ব্রুককে প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়ে ভারতকে আবার খেলায় ফিরিয়ে আনেন। ব্রুক ২৩৪ বলে ১৫৮ রানের অসাধারণ ইনিংস খেলে আউট হয়ে যান। ব্রুক হওয়ার পরেই তাসের ঘরের মতন ভেঙে পড়ে ইংল্যান্ড দলের ব্যাটিং।
Read More: ৬,৬,৬,৬,৬,৬… হেটমায়ার ঝড় মার্কিন মুলুকে, মেজর লীগ ক্রিকেটে অনবদ্য ছন্দে ক্যারিবিয়ান তারকা !!
৩৮৭ রানে ৬ উইকেট হারানোর পর মাত্র ২০ রানের মধ্যেই বাঁকি উইকেট গুলোও হারিয়ে ফেলে ইংল্যান্ড। ইংল্যান্ড দলের এই দুরন্ত কামব্যাকের জন্য জেমি স্মিথের কাছে কৃতজ্ঞ থাকবে। স্মিথ তাঁর ব্যাটিং কৌশলে ইংল্যান্ডকে ফলো অন হওয়ার থেকে বাঁচান এবং দলকে ভালো স্থিতিতে পৌছিয়ে দেন। ব্যাট হাতে স্মিথ অপরাজিত ১৮৪ ইনিংস খেলেছেন। ভারতীয় দলের হয়ে ৬টি উইকেট পেয়েছেন মোহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং চারটি উইকেট নিয়েছেন আকাশ দীপ (Akash Deep)। ভারতীয় দল আপাতত ইংল্যান্ডের বিরুদ্ধে ১৮০ রানে এগিয়ে রয়েছে।