ইংলিশের কাছেই জব্দ ইংল্যান্ড, বাটলার’দের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিহাস গড়লো অস্ট্রেলিয়া !! 1

ENG vs AUS: অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে জয় সুনিশ্চিত করলো অস্ট্রেলিয়া। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে পাঁচ উইকেটে নাস্তানাবুদ করলো ক্যাঙ্গারু বাহিনী। অস্ট্রেলিয়ার ত্রয়ী পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউডের অনুপস্থিতিতেও, অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের ডঙ্কা বাজিয়েছে। অস্ট্রেলিয়ার এই জয়ের নায়ক হিসেবে প্রমাণিত হলেন জশ ইংলিস। ম্যাচ উইনিং সেঞ্চুরি হাঁকিয়ে ইংল্যান্ডকে প্রথম ম্যাচে পরাস্ত করলো অস্ট্রেলিয়া (ENG vs AUS)। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ইংল্যান্ডের বানানো সর্বোচ্চ রানের রেকর্ড তাড়া করে ইতিহাস গড়লো অস্ট্রেলিয়া।

ইতিহাস গড়েছিলেন ডাকেট

ইংলিশের কাছেই জব্দ ইংল্যান্ড, বাটলার’দের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিহাস গড়লো অস্ট্রেলিয়া !! 2
Ben Duckett | Image: Getty Images

২০১৩ এবং ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে জয়ের মুখ দেখেনি অস্ট্রেলিয়া। তবে দলের তারকা খেলোয়াড়দের অনুপস্থিতির পরেও আজ ইতিহাস তৈরী করলো ক্যাঙ্গারু বাহিনী। আজ ম্যাচের কথা বলতে গেলে, টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভেন স্মিথ (Steven Smith)। ইংল্যান্ডের হয়ে ওপেনার বেন ডাকেট (Ben Duckett) চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রানের ইনিংসটি খেললেন। ১৭টি চার এবং তিনটি ছক্কায় ১৬৫ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন তিনি। পাশাপশি, জো রুটের ব্যাট থেকে ৬৮ রানের একটি ঝলমলে ইনিংস দেখতে পাওয়া গিয়েছে।

Read More: CT 2025: “সমালোচনা হওয়াই উচিৎ…” বাবর আজম’কে তুলোধোনা রশিদ লতিফের, ভবিষ্যদ্বাণী ভারত-পাক ম্যাচ নিয়েও !!

ইংলিশের দৌলতে ম্যাচ জিতলো অজি বাহিনী

Eng vs aus
Josh Inglis and Glenn Maxwell | Image: Getty Images

দুই খেলোয়াড়ের দৌলতে, অস্ট্রেলিয়ার সামনে ৩৫২ রানের একটি লক্ষমাত্রা রাখে ইংলিশ দল। ইংল্যান্ডের বানানো এই রান ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে বানানো সর্বোচ্চ স্কোর। পাহাড় সমান রান তাড়া করতে এসে, অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। অজি দল মাত্র ২৭ রানের ব্যবধানে তাদের দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে। ক্যাপ্টেন স্টিভ স্মিথ এবং ভয়ংকর ট্র্যাভিস হেডের উইকেট হারায় অস্ট্রেলিয়া। কিন্তু ওপেনিং করা ম্যাথু শর্টের ৬৩ রানের ইনিংস ক্যাঙ্গারু দলের জন্য কাজে আসে। এর পর জশ ইংলিস ম্যাচ জেতানোর দায়িত্ব নেন। অজি দলের হয়ে মার্নাস লাবুশেন ৪৭ এবং অ্যালেক্স ক্যারি ৬৯ রান করে ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেয়। ৪৭.৩ ওভারের মধ্যে পাহাড় সমান রান তাড়া করে ফেলে। ৮৬ বলে ৮টি চার এবং ৬টি ছক্কায় ১২০ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হন জশ ইংলিশ।

Read Also: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ ঋষভ পন্থ, অজানা জ্বরে ফিরছেন দেশে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *