ইংল্যান্ডের ঐতিহাসিক কামব্যাক, অ্যাশেজ সিরিজে ১০০ বছরের মধ্যে দ্বিতীয়ের মতো হল বিরল রেকর্ড !! 1

টেস্টের মহাযুদ্ধে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের (Australia vs England Test Series) দ্বৈরথ ক্রিকেটপ্রেমীদের বারবার মন জয় করেছে। চলতি অ্যাশেজ সিরিজেও (Ashes Series 2025-26) দুই দলের তারকা ক্রিকেটাররা দুরন্ত ফর্মে রয়েছেন। নিজের দেশের মাটিতে অজিরা দাপট বজায় রেখেছিল। প্রথম ৩ ম্যাচে জয় তুলে নিয়ে স্টিভ স্মিথরা (Steve Smith) সিরিজ নিজেদের দখলে করে। তবে অ্যাশেজ সিরিজের চতুর্থ ম্যাচে বিধ্বংসী ফর্মে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। বক্সিং ডে টেস্টে একাধিক রেকর্ড এবার ইতিহাসের পাতায় উঠে এল। বেন স্টোকসদের (Ben Stokes) কামব্যাকে মুগ্ধ ক্রিকেট ভক্তরা।

Read More: IPL শুরুর আগেই ধাক্কা কেকেআরে, মাঠে লুটিয়ে পড়লেন তারকা ব্যাটসম্যান !!

ইংল্যান্ডের দুরন্ত জয়-

ইংল্যান্ডের ঐতিহাসিক কামব্যাক, অ্যাশেজ সিরিজে ১০০ বছরের মধ্যে দ্বিতীয়ের মতো হল বিরল রেকর্ড !! 2
Ashes Series 2025 | Image: Getty Images

অ্যাশেজ সিরিজের চতুর্থ ম্যাচে শুক্রবার থেকে মেলবোর্নে মাঠে নামে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। ম্যাচে ইংল্যান্ড প্রথমে টসে জিতে বোলিং করা সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে অজি বাহিনী। ট্র্যাভিস হেড (Travis Head) ১২ রানে, মার্নাস ল্যাবুশেন (Marnus Labuschagne) ৬ রানে আউট হয়ে মাঠ ছাড়েন। স্টিভ স্মিথের ব্যাট থেকে আসে মাত্র ৯ রান। এই ইনিংসে বল হাতে ইংল্যান্ডের হয়ে জশ টং (Josh Tongue) জ্বলে উঠেছিলেন।

তিনি একাই ৫ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এর ফলে ১৫২ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে রান তাড়া করতে নেমে ইংলিশ বাহিনীও প্রভাব ফেলতে পারেনি। দুই অঙ্কেই পৌঁছায়নি ৮ জন ক্রিকেটারের রান। হ্যারি ব্রুক (Harry Brook) ৪১ রান সংগ্রহ করে লড়াই চালালেও ১১০ রানে ইংল্যান্ড অল আউট হয়ে যায়। এরপর অজিদের দ্বিতীয় ইনিংসে পথের কাঁটা হয়ে ওঠেন ব্রাইডন কার্স (Brydon Carse)।

৪ উইকেট তুলে নিয়ে জ্বলে ওঠেন এই তারকা। স্মিথ ২৪ রানে অপরাজিত থাকলেও ক্যাঙ্গারু বাহিনী ১৩২ রানে অলআউট হয়ে মাঠে ছাড়ে। দ্বিতীয় ইনিংসে বেন ডাকেটদের (Ben Duckett) লক্ষ্যমাত্রা ছিল ১৭৫ রান। ডাকেট জ্যাক ক্রাউলির (Zak Crawley) সঙ্গে ওপেনিং করতে নেমে দুরন্ত শুরু করেন। জ্যাক ৩৭ রানের এবং ডাকেট ৩৪ রানের ইনিংস খেলেন। জ্যাকব বেথেলের (Jacob Bethell) ব্যাট থেকে আসে ৪০ রান। ফলে ৬ উইকেট হারিয়ে প্রয়োজনীয় জয়ের রান সংগ্রহ করে বেন স্টোকসরা।

গড়লেন ঐতিহাসিক রেকর্ড-

ইংল্যান্ডের ঐতিহাসিক কামব্যাক, অ্যাশেজ সিরিজে ১০০ বছরের মধ্যে দ্বিতীয়ের মতো হল বিরল রেকর্ড !! 3
Ashes Series 2025 | Image: Getty Images

বক্সিং ডে টেস্ট ম্যাচটি মাত্র দু’দিনের শেষ করে ইংল্যান্ডরা ৪ উইকেটে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে। ১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট ম্যাচ জয় করল ইংলিশ বাহিনী। অন্যদিকে ১০০ বছরের মধ্যে দ্বিতীয়বার অ্যাশেজ সিরিজের কোনো ম্যাচ দু’দিনের মধ্যে শেষ হল। চলতি অ্যাশেজের প্রথম ম্যাচ দু’দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। পার্থে অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয় তুলে নিয়ে এই রেকর্ড গড়ে। ম্যাচে ১০ উইকেট সংগ্রহ করে জ্বলে উঠেছিলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)।

Read Also: ৪,৪,৪,৪,৬,৬,৬… বিজয় হাজারেতে গর্জে উঠলো বিরাট কোহলির ব্যাট, ৬১ বলে খেললেন ৭৭ রানের ইনিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *