২০২৩ সাল জুড়েই একাধিক টুর্নামেন্ট ও সিরিজ খেলতে দেখা যাচ্ছে টিম ইন্ডিয়া। বছরের শুরুতেই শ্রীলঙ্কাকে পরাস্ত করে টিম ইন্ডিয়া বেশ আত্মবিশ্বাস সংগ্রহ করেছিল। একে একে নিউজিল্যান্ডকে ওডিআই ও টি টোয়েন্টি ফরম্যাটে পরাজিত করে। তারপর বর্ডার গাভাস্কার ট্রফিতে অজিদের পরাজিত করে টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যায়। যদিও ফাইনালে ফল ভারতের বিপক্ষে যায়। তবে এতকিছুর মাঝে ভারতীয় দলের ওপেনার ব্যাটসম্যান শিখর ধাওয়ান (Shikhar Dhawan) দলে পাচ্ছেন না সুযোগ। গতবছর যিনি জাতীয় দলকে নেতৃত্ব দিলেন আজ তিনি রয়েছেন দলের বাইরে। এমনকি চিনের হ্যাংঝৌয়ে বসবে এশিয়ান গেমসের আসর। আর এই এশিয়ান গেমসে (Asian Games) ভারতীয় পুরুষ ক্রিকেট দল অংশগ্রহণ করতে চলছে। এই দলেও সুযোগ মিলল না ধাওয়ানের।
Read More: হৃদয় ভাঙ্গছে কোটি কোটি KKR ফ্যান্সের, পুরনো ফ্রাঞ্চাইজিতেই থাকছেন গৌতম গম্ভীর !!
দলে সুযোগ পেলেন না ধাওয়ান

১৯ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। টি-২০ ফরম্যাটে এই ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত। তার জন্য স্কোয়াড প্রকাশিত হলো গতকাল। বেশ কিছুদিন আগে জানা যাচ্ছিল এশিয়ান গেমসে দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে গব্বরকে। তবে, শেষঅব্দি তা সম্ভব হলো না। ভারতীয় ক্রিকেট বোর্ড আর আস্থা রাখতে পারছে না ধাওয়ানের উপর। তবে, এবার দলে তরুণ প্লেয়াররা পেয়েছেন সুযোগ। ভারতীয় দলে ১৫ জনের দলে দুই ওপেনার যশস্বী (Yashasvi Jaiswal) এবং ঋতুরাজ (Ruturaj Gaikwad) ।
এ ছাড়াও ব্যাটারদের মধ্যে রয়েছেন রাহুল ত্রিপাঠি (Rahul Tripatghi), তিলক বর্মা (Tilak Varma), রিঙ্কু সিংহেরা (Rinku Singh)। দুই উইকেটরক্ষক জিতেশ শর্মা (Jitesh Sharma) এবং প্রভসিমরন সিংহ। স্পিন বিভাগ সামলাবেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), শাহবাজ আহমেদ এবং রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। অলরাউন্ডার শিবম দুবেকে (Shivam Dube) দলে নেওয়া হয়েছে। দলে রয়েছেন চার পেসার। বাংলার মুকেশ কুমার (Mukesh Yadav) ছাড়াও রয়েছেন আবেশ খান (Avesh Khan), আরশদীপ সিংহ (Arshdeep Singh) এবং শিবম মাভি।
ধাওয়ানের ক্রিকেট ক্যারিয়ার

বয়স বাড়ার সাথে সাথে দল থেকে আস্তে আস্তে বিদায়ের পথে শিখর ধাওয়ান। ভারতের এই তারকা ওপেনার দীর্ঘদিন ধরেই খারাপ ফর্মের সঙ্গে লড়াই করছেন। ব্যাট হাতে ব্যার্থ ধাওয়ান, সুযোগ পাচ্ছেন না জাতীয় দলেও, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুযোগ পান না শিখর ধাওয়ান। এমনকি ওয়েস্ট ইন্ডিজ সফরেও (WI vs IND) জায়গা পাননি ধাওয়ান। পাশাপাশি, প্রকাশিত হওয়া এশিয়ান গেমসেও সুযোগ পেলেন না ধাওয়ান। কারণ তার জায়গা নিতে তরুণ প্লেয়াররা তার থেকেও ভালো পারফরম্যান্স করে দেখাচ্ছেন। তার ক্যারিয়ারের কথা বলতে গেলে, তিনি ভারতের হয়ে ৩৪ টেস্ট ম্যাচে ২৩১৫ রান, ১৬৭ ওয়ানডেতে ৬৭৯৩ রান এবং ৬৮ টি-টোয়েন্টি ম্যাচে ১৭৫৯ রান করেছেন।