eight-icon-stars-in-mumbai-t20-league

চলছে আইপিএল (IPL)। গত ২২ মার্চ থেকে শুরু হয়েছে বিসিসিআই আয়োজিত ফ্র্যাঞ্চাইজি T20 টুর্নামেন্টের অষ্টাদশতম মরসুম। পয়েন্টের হিসেবে এই মুহূর্তে প্রথম চারে রয়েছে যথাক্রমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), মুম্বই ইন্ডিয়ান্স (MI), গুজরাত টাইটান্স (GT) ও দিল্লী ক্যাপিটালস (DC)। অঙ্কের হিসেবে প্লে-অফ সম্ভাবনা বেঁচে রয়েছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস, পাঞ্জাব কিংস বা কলকাতা নাইট রাইডার্সের মত ফ্র্যাঞ্চাইজিরও। শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে চলছে জোর টক্কর। লীগ পর্বের শেষে কোন চার দল নাম লেখাবে নক-আউটে তা নিয়ে এই মুহূর্তে শেষ নেই জল্পনার। আইপিএলের উত্তেজনা যখন ঠিক মধ্যগগনে তখন মুম্বই ক্রিকেট সংস্থা প্রস্তুতি শুরু করেছে তাদের নিজস্ব ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার। আগামী মাসেই বসতে চলেছে টি-২০ মুম্বই লীগের আসর।

Read More: IPL 2025 DC vs KKR Toss Report in Bengali: টসে জিতলো দিল্লী, ম্যাচ জিততে বাড়তি স্পিনারে আস্থা রাখছে নাইট রাইডার্স !!

টি-২০ মুম্বই লীগে থাকছেন ‘আইকন’রা-

Suryakumar Yadav and Shreyas Iyer | IPL | Image: Twitter
Suryakumar Yadav and Shreyas Iyer | Image: Twitter

আগামী মে মাসের শেষের দিকে শুরু হবে টি-২০ মুম্বই লীগ (T20 Mumbai League)। টুর্নামেন্টের প্রথম দুই মরসুমে অংশগ্রহণকারী দলের সংখ্যা ছিলো ৬। এই বছর তা বেড়ে হচ্ছে আট। টুর্নামেন্টের সাথে যুক্ত হতে চলেছে সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস ও সোবো মুম্বই ফ্যালকনস নামে নতুন দুই দল। পুরোপুরি আইপিএলের ধাঁচে থাকছে নিলামপর্ব। আগামী ৪ঠা মে ভাগ্য নির্ধারণ হবে মোট ২৪০ জন ক্রিকেটারের। চার জন অনুর্দ্ধ-১৯ তারকা-সহ সর্বোচ্চ ১৮ জন’কে নিয়ে স্কোয়াড গড়তে পারে দলগুলি। রয়েছে অকশন পার্স’ও। স্কোয়াড নির্মাণে খরচ করা যাবে না ১ কোটি টাকার বেশী। রয়েছে নির্দিষ্ট ভিত্তিমূল্য বা বেস প্রাইস’ও। রঞ্জি খেলার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটারদের বেস প্রাইস থাকছে ১০ লক্ষ টাকা। অন্যান্যদের ক্ষেত্রে ২ লক্ষ থেকে শুরু হবে দর।

টি-২০ মুম্বই লীগে (T20 Mumbai League) অংশ নিচ্ছেন আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন আট ক্রিকেটার। তাঁদের ‘আইকন’ তকমা দেওয়া হয়েছে। এই ‘আইকন’দের তালিকায় রয়েছেন সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, শার্দুল ঠাকুর, অজিঙ্কা রাহানে, পৃথ্বী শ, শিবম দুবে, সরফরাজ খান ও তুষার দেশপাণ্ডে। তাঁদের ক্ষেত্রে নূন্যতম দাম বা বেস প্রাইস ২০ লক্ষ টাকা রাখা হয়েছে বলে খবর সংবাদমাধ্যম সূত্রে। অংশগ্রহণকারী আট দলে একজন করে ‘আইকন’ ক্রিকেটার থাকবেন। তবে মে মাসের মাঝামাঝি সময়ে রয়েছে ভারতের ইংল্যান্ড সফর। সরফরাজ খান, শার্দুল ঠাকুর বা শ্রেয়স আইয়াররা যদি টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াডে ডাক পান তাহলে T20 লীগের মাঝপথেই স্কোয়াড ছাড়তে হবে তাঁদের। সেক্ষেত্রে ‘আইকন’ তারকাদের বদলি হিসেবে কারা খেলবেন সে সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য মেলে নি এখনও।

কোচিং স্টাফেও রয়েছে চমক-

Abhishek Nayar | Image: Getty Images
Abhishek Nayar | Image: Getty Images

কোচিং স্টাফ নিয়োগেও চমক দিয়েছে টি-২০ মুম্বই লীগের (T20 Mumbai League) দলগুলি। সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস দলের মেন্টর হিসেবে যোগ দিয়েছেন অভিষেক নায়ার (Abhishek Nayar)। মুম্বইয়ের প্রাক্তনী দীর্ঘদিন কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচের পদে রয়েছেন। সামলাচ্ছেন নাইটদের ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্ব’ও। রোহিত শর্মা, দীনেশ কার্তিকদের সাথেও কাজ করেছেন তিনি। গৌতম গম্ভীরের সহকারী হিসেবে আট মাসের টিম ইন্ডিয়ার অন্দরমহলেরও সদস্য ছিলেন অভিষেক। এছাড়া সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস দলের হেড কোচ হিসেবে রয়েছেন প্রাক্তন পেসার অমিত দানি। আর্কস আন্ধেরি দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ পরশ মামব্রে। তাঁর সাথে থাকছেন প্রাক্তন বাম হাতি স্পিনার অমিত পাওয়ার’ও।

Also Read: IPL 2025: রাজস্থানের জয়ে বদলে গেলো প্লে-অফের সমীকরণ, বড় সুবিধা কলকাতা নাইট রাইডার্সের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *